Advertisement
Advertisement

Breaking News

Glenn Maxwell

আইপিএলে লজ্জার রেকর্ড ম্যাক্সওয়েলের! ছুঁয়ে ফেললেন রোহিত-কার্তিককে

চলতি আইপিএলে বেঙ্গালুরুর অবস্থাও ম্যাক্সওয়েলের ব্যাটিং ফর্মের মতোই।

Glenn Maxwell creates unwanted record IPL

আইপিএলে লজ্জার রেকর্ড ম্যাক্সওয়েলের।

Published by: Arpan Das
  • Posted:April 12, 2024 8:08 pm
  • Updated:April 12, 2024 8:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট দুনিয়া তাঁকে চেনে ‘ম্যাড ম্যাক্স’ নামে। গত বছর বিশ্বকাপে চোট নিয়েও একা হাতে উড়িয়ে দিয়েছিলেন আফগানিস্থানকে। যদিও চলতি আইপিএলে (IPL) চেনা ফর্মের ধারেকাছেও নেই গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। মুম্বইয়ের (MI) বিরুদ্ধেও চূড়ান্ত ব্যর্থ হলেন বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) ব্যাটার। তার সঙ্গে লজ্জার রেকর্ড বইয়ে নাম উঠল ম্যাক্সওয়েলের।

ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে শূন্য রানে আউট হলেন অজি ব্যাটার। এ বারের আইপিএলে এই নিয়ে তৃতীয়বার খাতা না খুলেই ফিরলেন তিনি। ম্যাচের ১৩তম ওভারে শ্রেয়স গোপালের বল আছড়ে পড়ে ম্যাক্সওয়েলের প্যাডে। এলবিডব্লুর আবেদনের বিরুদ্ধে ডিআরএসও নেননি তিনি। আউট হয়ে ফিরতেই রেকর্ড বইয়ে উঠে গেল বেঙ্গালুরু তারকার নাম। তবে এই রেকর্ড নিশ্চয়ই চাননি তিনি।

Advertisement

[আরও পড়ুন: মাঠের মধ্যেই কানে হাত! হঠাৎ কেন দর্শকদের কাছে ‘ক্ষমা’ চাইলেন কোহলি?]

কারণ এই নিয়ে ১৭ বার শূন্য রানে আউট হলেন অজি ব্যাটার। আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি বার ‘ডাক’ করার লজ্জার কৃতিত্ব স্পর্শ করেন ম্যাক্সওয়েল। ছুঁয়ে ফেললেন রোহিত শর্মা, দীনেশ কার্তিকের রেকর্ড। তাঁরাও আইপিএলে ১৭ বার শূন্য রানে আউট হয়েছেন। কোনও রান না করে ১৫ বার আউট হয়েছেন ৪ জন। তাঁরা হলেন রশিদ খান, সুনীল নারিন, মনদীপ সিং ও পীযূষ চাওলা।

[আরও পড়ুন: ‘ও আমার পা ভাঙার চেষ্টা করে’, বুমরাহর বিরুদ্ধে ‘বিস্ফোরক অভিযোগ’ সূর্যকুমারের]

চলতি আইপিএলে বেঙ্গালুরুর অবস্থাও ম্যাক্সওয়েলের ব্যাটিং ফর্মের মতোই। ৬টি ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরেছে তাঁরা। আর ম্যাক্সওয়েল করেছেন মোট ৩২ রান। তুলনায় বল হাতে ৪ উইকেট নিয়ে অনেক বেশি কার্যকরী দেখাচ্ছে তাঁকে। কিন্তু বেঙ্গালুরুকে প্লে অফে যেতে হলে ‘ম্যাড ম্যাক্স’-কে ব্যাট হাতেও জ্বলে উঠতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement