Advertisement
Advertisement

Breaking News

Glenn Maxwell to become father

আইপিএলের মাঝেই সুখবর, ‘রেনবো বেবি’র বাবা হতে চলেছেন গ্লেন ম্যাক্সওয়েল

কী এই রেনবো বেবি?

Glenn Maxwell and Vini Raman announces giving birth of rainbow baby | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:May 12, 2023 1:24 pm
  • Updated:May 12, 2023 3:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলে বেশ ভাল ফর্মেই রয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। তার মধ্যেই সুখবর এল তাঁর জীবনে। প্রথমবার বাবা হচ্ছেন আরসিবি তারকা। বৃহস্পতিবার তাঁর স্ত্রী ভিনি রমন ঘোষণা করেছেন, চলতি বছরেই পৃথিবীর আলো দেখতে চলেছে তাঁদের প্রথম সন্তান। নবাগত সন্তানকে ‘রেনবো বেবি’ বলে অভিহিত করেছেন ম্যাক্সি ও ভিনি।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে সুখবর জানান তাঁরা। ভিনি রমন (Vini Raman) পোস্ট করে বলেন, “আগামী সেপ্টেম্বর মাসে আমাদের প্রথম সন্তান, রেনবো বেবি জন্ম নিতে চলেছে। তবে এই গোটা বিষয়টা আমাদের পক্ষে খুব সহজ ছিল না। সন্তান জন্মের আগেই নানা সমস্যার মোকাবিলা করতে হয়েছে আমাদের। আরও যে দম্পতিরা এহেন সমস্যার মধ্যে পড়েছেন, তাঁদের সকলের প্রতি আমাদের ভালবাসার শক্তি রইল।”

Advertisement

[আরও পড়ুন: ঘুষ দিয়ে চাকরির প্রমাণ দেখান, প্রাথমিক মামলায় বিকাশকে বলল সুপ্রিম কোর্ট, প্রশ্নের মুখে পর্ষদও]

সন্তানকে কেন রেনবো বেবি বলছেন তাঁরা? সাধারণত যেসকল দম্পতি সন্তান ধারণের চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়েছেন, তাঁদের ক্ষেত্রেই এই শব্দটি ব্যবহার করা যাবে। মিসক্যারেজ, মৃত সন্তানের জন্ম, সদ্যোজাত শিশুর মৃত্যুর মতো ঘটনার পরে যখন সুস্থ সন্তানের জন্ম হয়, তখন সেই শিশুকে রেনবো বেবি বলে অভিহিত করা হয়। কারণ, প্রবল মানসিক চাপের মধ্যে বাবা-মায়ের কাছে আশার আলো নিয়ে আসে এই সদ্যোজাত। মনোবিদদের মতে, প্রথমবার সন্তান হারানোর পরে ফের নতুন করে সন্তানের জন্ম দিতে গিয়ে বেশ মানসিক সমস্যা দেখা দেয় মহিলাদের মধ্যে।

ভিনি রমনের ইনস্টাগ্রাম পোস্ট থেকেই বোঝা যায়, একই রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকেও। তবে ঠিক কী হয়েছিল ভিনির জীবনে, তা অবশ্য জানা যায়নি। প্রসঙ্গত, দীর্ঘদিন সম্পর্কে থাকার পরে ২০২২ সালে বিয়ে করেন ভিনি-ম্যাক্সওয়েল। ভারতীয় বংশোদ্ভূত ভিনির সঙ্গে খাঁটি ভারতীয় রীতি মেনে বিয়ে করেন অজি অলরাউন্ডার।

[আরও পড়ুন: দ্য কেরালা স্টোরি: শুভাপ্রসন্নকে নিশানা সায়নী ঘোষের, ‘ওর জন্ম কবে?’, পালটা প্রশ্ন শিল্পীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement