Advertisement
Advertisement

Breaking News

Sunil Gavaskar

টেস্ট কেরিয়ারে কত রানের মালিক হবেন গিল? পূর্বাভাস দিলেন গাভাসকর

গিলে মুগ্ধ সানি।

Gavaskar's massive prediction for Shubman Gill after crucial knock in 4th Test | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:March 11, 2023 6:38 pm
  • Updated:March 11, 2023 6:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের ব্যাটিং দক্ষতায় তিনি যে শুধু সারা দেশের মন জিতেছেন তাই নয়, সারা বিশ্বের ক্রিকেট মহলেও আলোড়ন ফেলে দিয়েছেন। ক্রিকেট বিশ্বে বার্তা পাঠিয়ে দিয়েছেন, আগামীর সেরা উদীয়মান তারা হওয়ার সবরকম রসদ তাঁর মধ্যে মজুদ রয়েছে। কথা হচ্ছে ভারতীয় দলের তরুণ ওপেনার শুভমন গিলের (Subhman Gill)। আহমেদাবাদ টেস্টে যার অনবদ্য ব্যাটিং মন জিতে নিয়েছে স্বয়ং সুনীল গাভাসকরের। কিংবদন্তি ওপেনার বলে দিচ্ছেন, গিল যদি নিজেকে ধরে রাখতে পারেন তাহলে কেরিয়ারে ৮-১০ হাজার রান অনায়াসে করে ফেলবেন তিনি।

আহমেদাবাদে (Ahamedabad) অস্ট্রেলিয়ার রানের পাহাড়ের জবাবে খেলতে নেমে ১২৮ রানের ঝকঝকে একটা ইনিংস খেলে ফেলেছেন গিল। তরুণ ওপেনারের ইনিংস দেখে গাভাসকর (Sunil Gavaskar) এতটাই মুগ্ধ, যে তাঁকে একেবারে প্রথম সারির ব্যাটারদের সঙ্গে তুলনা করে দিচ্ছেন। শুভমন প্রসঙ্গে গাভাসকরের পর্যবেক্ষণ,”ও ব্যাট করতে গিয়ে বাড়তি সময় পায়। ও স্টার্কের মতো বোলারের বিরুদ্ধেও ডিফেন্স করার সময় যেভাবে সামনে ঝুঁকে যাচ্ছে, সোজা ব্যাট দেখাচ্ছে, এটা দারুন মনোমুগ্ধকর। এতেই বোঝা যায় ওর কতটা আত্মবিশ্বাস।”

Advertisement

[আরও পড়ুন: অন্তঃসত্ত্বা স্ত্রী’র অসুস্থতার কারণ দেখিয়ে CBI তলব এড়ালেন তেজস্বী, তীব্র কটাক্ষ বিজেপির]

গাভাসকর বলছেন, “শুভমন শুধু ব্যাকফুটে খেলে না। শুধু যে দারুন আক্রমণ করে তাই নয় ওর ডিফেন্সটাও নিখুঁত। আর টেস্ট ক্রিকেটে সেটার দরকার। যেভাবে ম্যাচের তৃতীয় দিন ও ব্যাকফুটে এবং ফ্রন্টফুটে সমানে খেলে গেল, সেটা চাট্টিখানি কথা নয়। যে ব্যাটারের কাছে বাড়তি সময় আছে, সে যদি নিজেকে ধরে রাখতে পারে তাহলে ৮-১০ হাজার রান আরামসে করে দেবে।”

[আরও পড়ুন: হাতেনাতে শাস্তি! মধ্যপ্রদেশে ধর্ষণে অভিযুক্তর বাড়িতে বুলডোজার চালালেন মহিলা পুলিশকর্মীরা]

উল্লেখ্য, শুভমনের কেরিয়ারের শুরুটা উল্কার গতিতে হয়েছে। শুধু ২০২৩ সালেই তিনি সব ফরম্যাট মিলিয়ে ৫টি শতরান, ৫টি অর্ধশতরান করে ফেলেছেন। ওয়ানডেতে (ODI) একটি দ্বিশতরানও আছে গিলের। এ হেন তারকার জন্য টার্গেটটা কি একটু ছোট করে ফেললেন ‘লিটল মাস্টার’? সেটা অবশ্য সময় বলবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement