সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ তিন রনজি মরশুমে তাঁর সংগ্রহ ৯২৮, ৯৮২ এবং ৫৫৬। ঘরোয়া ক্রিকেটে তাঁর গড় ৭৯.৬৫। সম্ভবত গত তিন মরশুমে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটারের নাম সরফরাজ খান। অথচ জাতীয় দলের দরজা এখনও খোলেনি তাঁর জন্য। ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Giakwad), যশস্বী জয়সওয়ালরা সুযোগ পেয়েছেন। দীর্ঘদিন বাদে দলে প্রত্যাবর্তন করেছেন রাহানে। সুযোগ হয়নি শুধু সরফরাজের।
কেন বারবার জাতীয় দল থেকে ব্রাত্য থেকে যাচ্ছেন রনজি ট্রফির (Ranji Trophy) সবচেয়ে ধারাবাহিক তারকা? স্পষ্ট কোনও উত্তর নেই বোর্ড কর্তাদের কাছে। সরফরাজকে বারবার বাদ দেওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিসিসিআইকে কাঠগড়ায় তুলছেন সমর্থকদের একটা বড় অংশ। তাঁদের প্রশ্ন, ঘরোয়া ক্রিকেটে ৪০ এর কাছাকাছি গড় থাকা ঋতুরাজ কি স্রেফ আইপিএলের (IPL) ফর্মের নিরিখে টেস্ট ক্রিকেটে সুযোগ পেয়ে গেলেন?
আর সরফরাজ? তিনি নিজে কী বলছেন? এমনিতে দল থেকে বাদ পড়ার পর সরাসরি বোর্ডকে কাঠগড়ায় তোলার নজির ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) বিরল। কিন্তু বারবার ব্রাত্য থাকতে থাকতে তিনি যে ব্যথিত সেটা ইনস্টা স্টোরিতে বুঝিয়ে দিয়েছেন তরুণ ব্যাটার। নিজের ইনস্টা স্টোরিতে নেটের ছবি দিয়ে সরফরাজ ছোট্ট করে লিখেছেন,”একমাত্র ভালবাসা।” সেই সঙ্গে বাজছে ‘লক্ষ্য’ ছবির গান, যার বাংলা তরজমা করলে দাঁড়ায়, “আকাশ, বাতাস, ঝড় ঝাপটা, কোনও কিছুই তোমাকে রুখতে পারবে না। লক্ষ্যে তুমি পৌঁছবেই।”
এ তো গেল সরফরাজের নিজের বক্তব্য, প্রাক্তনরাও তাঁর পাশে দাঁড়িয়ে বোর্ডকে কাঠগড়ায় তুলছে। সুনীল গাভাসকর যেমন বলছেন, রনজি ট্রফিতে ভাল খেলে কোনও লাভই যখন হচ্ছে না, তখন সরফরাজের মতো প্রতিভাবান তারকার রনজি না খেলাই উচিত। আরেক প্রাক্তন তারকা আকাশ চোপড়াও ক্ষুব্ধ। তিনি বলছেন, “কেন বাদ দেওয়া হল সরফরাজকে? কারণ প্রকাশ্যে আনুক বিসিসিআই। অন্তত সরফরাজকে কেউ জানাক, কেন তাঁকে পছন্দ করছে না বোর্ড।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.