সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের সম্পর্কের তিক্ততা এখন আর কারও কাছেই অজানা নয়। গম্ভীর ক্রিকেটকে বিদায় জানালেও দিল্লির দুই তারকার মধ্যে ‘শত্রুতা’ কমেনি। গত আইপিএলে নতুন করে সেই প্রমাণ পেয়েছেন ক্রিকেটপ্রেমীরা। এবার এশিয়া কাপে কোহলির নাম শুনতেই মেজাজ হারলেন গম্ভীর (Gautam Gambhir)!
সোমবার ভারতের এশিয়া কাপের (Asia Cup 2023) নকআউটে পৌঁছনোর লড়াই। প্রতিপক্ষ নেপাল। সেই ম্যাচ চলাকালীনই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, গ্যালারি থেকে ভেসে আসছে ‘কোহলি, কোহলি’ রব। স্টেডিয়ামের একপ্রান্ত থেকে যা শুনতে পেয়েই যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন গম্ভীর! যেদিক থেকে সেই শব্দব্রহ্ম ভেসে আসছে, সেদিকে তাকিয়ে নিজের মধ্যমা প্রদর্শন করেন ক্ষুব্ধ গম্ভীর। ক্যামেরায় ধরা পড়ে যায় প্রাক্তন ভারতীয় ওপেনার এহেন অভব্য আচরণ। আর এই ভিডিও নিয়েই এবার নিন্দার ঝড় উঠেছে নেটদুনিয়ায়।
— Out Of Context Cricket (@GemsOfCricket) September 4, 2023
অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, গম্ভীর ও কোহলির (Virat Kohli) ঝামেলা শেষ হওয়ার নয়। কেউ কেউ আবার বলছেন, দুই তারকার মধ্যে যতই মনোমালিন্য থাকুক, তা এভাবে প্রকাশ করাটা ভারতীয় ক্রিকেটের জন্য মোটেই ভাল পোস্টার নয়। যদিও বিতর্কের মাঝে মুখ খুলে গম্ভীর জানালেন, কোহলির নামের স্লোগান নয়, ভারতবিরোধী স্লোগান তুলেছিলেন কয়েকজন। তাতেই মেজাজ হারান তিনি।
#WATCH | Kandy, Sri Lanka | On his recent viral video during Asia Cup 2023, former cricketer and BJP MP Gautam Gambhir says, “What is shown on social media has no truth in it because people show whatever they want to show. The truth about the video that went viral is that if you… pic.twitter.com/RX4MJVhmyd
— ANI (@ANI) September 4, 2023
গত আইপিএলে গৌতম-কোহলি তরজা চরমে পৌঁছেছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) প্রাক্তন তারকা ডাগআউটে বচসায় জড়ান লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গম্ভীরের সঙ্গে। যে ঘটনা বেশ কিছুদিন আলোচনার কেন্দ্রে ছিল। আবার সম্প্রতি ভারত-পাকিস্তান ম্যাচের সময়ও বিরাটকে কটাক্ষ করতে ছাড়েননি। মাঠে প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে বন্ধুত্ব নিয়ে কোহলি তথা বর্তমান দলের তারকাদের কড়া সমালোচনা করেন গম্ভীর। এবার মাঠে ফের মেজাজ হারিয়ে একেবারে মধ্যমাই দেখিয়ে বসলেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.