Advertisement
Advertisement
Gautam Gambhir

দ্রাবিড় না চাইলে… রোহিতদের কোচ হিসাবে কাকে এগিয়ে রাখলেন গম্ভীর?

ভারতীয় দলের কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ বৃদ্ধি নিয়ে জল্পনা চলছে।

Gautam Gambhir speaks on coach of Indian cricket team | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:December 3, 2023 4:56 pm
  • Updated:December 3, 2023 4:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় দলের (Indian Cricket Team) কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ বাড়িয়েছে বিসিসিআই। কিন্তু তার মধ্যে জল্পনা শুরু হয়েছে দ্রাবিড়ের মন্তব্য ঘিরে। তার মধ্যেই মুখ খুলেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তাঁর মতে, দ্রাবিড় চাইলে তাঁকেই কোচ হিসাবে রেখে দেওয়া উচিত। কিন্তু দ্রাবিড় যদি হেডস্যারের দায়িত্ব পালনে রাজি না হন? তাহলে ভারতীয় দলের কোচ কে হবেন, সেই নিয়ে মুখ খুলেছেন গম্ভীর।

বিশ্বকাপের সময়ই শোনা গিয়েছিল, ভারতীয় দলের কোচের পদে আর থাকতে চান না দ্রাবিড়। কিন্তু টুর্নামেন্ট শেষ হওয়ার পরে বিসিসিআই জানিয়ে দেয়, কোচ হিসাবে দ্রাবিড়ের (Rahul Dravid) মেয়াদ বাড়ানো হয়েছে। তবে কতদিন ভারতীয় দলের দায়িত্বে থাকবেন দ্রাবিড়, তা জানানো হয়নি। বিসিসিআইয়ের ঘোষণার পরের দিনই উলটো সুর শোনা যায় রাহুল দ্রাবিড়ের গলায়। তিনি জানিয়ে দিলেন, ”সরকারি ভাবে এখনও কিছুই হয়নি। এখনও পর্যন্ত সই আমি করিনি। কাগজপত্র হাতে পেলে বিষয়টা নিয়ে আলোচনা করব।”

Advertisement

[আরও পড়ুন: আজ অজিদের বিরুদ্ধে নিয়মরক্ষার টি-২০, কী কী বদল করতে পারে টিম ইন্ডিয়া?]

তার পর থেকেই ক্রিকেটমহলে জল্পনা শুরু হয়েছে, তাহলে ভারতীয় দলের দায়িত্ব কার হাতে থাকবে? এহেন পরিস্থিতিতে মুখ খুলেছেন গম্ভীর। তিনি বলেন, “রাহুল যদি চায় তাহলে অবশ্যই ওকে কোচের পদে রাখা উচিত। কারণ ভারতের নীল জার্সির প্রতি রাহুলের যা আবেগ সেটা অন্য কোনও দেশের ক্রিকেটারের থাকবে না। আমাদের দেশের দীর্ঘ ক্রিকেট ঐতিহ্য রয়েছে। বাইরের কোচ আনার দরকার নেই।”

বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স নিয়েও বেশ সন্তুষ্ট গম্ভীর। তিনি বলেন, “ভারত যেভাবে বিশ্বকাপে খেলেছে, তাতেই স্পষ্ট যে বিদেশি কোচের প্রয়োজন নেই। ভারতীয়রা জানে কীভাবে কঠোর পরিশ্রম করতে হবে। আমরা গ্যারি কার্স্টেনের কোচিংয়েই বিশ্বকাপ জিতেছি, কিন্তু ভারতীয়কেই কোচ হিসাবে রাখা দরকার।” এই মন্তব্যের পর বিশেষজ্ঞদের একাংশের অনুমান, তাহলে কি জাতীয় দলের কোচ হতে আগ্রহী গম্ভীর নিজেই? 

[আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপেও খেলবেন মেসি? কী ইঙ্গিত দিচ্ছেন মহাতারকা?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement