সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল দ্রাবিড় বা রবি শাস্ত্রী করেননি। প্রথা ভেঙে সেই পথেই হাঁটতে চলেছেন গৌতম গম্ভীর। চ্যাম্পিয়ন্স ট্রফির পর আপাতত আন্তর্জাতিক ক্রিকেট নেই ভারতীয় দলের। জুন মাসে ইংল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। তার আগে অভিনব পদক্ষেপ নিতে চলেছেন গম্ভীর।
সামনেই আইপিএল। তারপর ইংল্যান্ড সফর। এর আগে অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা ভালো হয়নি গম্ভীরের জন্য। এবার ইংল্যান্ড সিরিজের আগে ভারতীয় ‘এ’ দল যাবে। সেখানে সঙ্গে যাবেন গম্ভীর। গত কয়েক বছরে এ দল বা অনূর্ধ্ব-১৯ দলের সফরে সাধারণত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচকে পাঠাত বিসিসিআই। দ্রাবিড় বা শাস্ত্রীর আমলে তাই হয়েছে। কিন্তু জানা যাচ্ছে, গম্ভীর নিজেই চাইছেন ইংল্যান্ড সফরে এ দলের সঙ্গে যেতে।
তবে তিনি সেখানে কোচিং করাবেন, নাকি শুধুই পরিদর্শক হিসেবে যাবেন সেটা এখনও পরিষ্কার নয়। এই নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট, “অস্ট্রেলিয়া থেকে ফেরার পর এই নিয়ে বোর্ডের সঙ্গে কথা বলেন গম্ভীর। রিজার্ভ দল কতটা শক্তিশালী এটা দেখার জন্য এ দলের সঙ্গে যেতে চেয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর গম্ভীর চান নতুন ক্রিকেটার তুলে আনতে। যারা ভবিষ্যতে ভারতীয় দলের সম্পদ হয়ে উঠবে।”
এখানেই শেষ নয়। গম্ভীর চাইছেন এ দলের সফর সংখ্যা আরও বাড়াতে। ওই সূত্রের মতে, “দ্রাবিড় জাতীয় অ্যাকাডেমির দায়িত্ব ছাড়ার পর এ দলের খুব বেশি সফর হয়নি। আর যেগুলো হয়েছে, সেগুলো বড় সিরিজের আগে হয়েছে। গম্ভীরের মতে এ দলের সফর বাড়ানো উচিত। সেই কারণেই তিনি সামনে থেকে বিষয়টা দেখভাল করতে চান।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.