Advertisement
Advertisement

Breaking News

Gautam Gambhir

‘শাহরুখই সেরা মালিক’, রাহুল-গোয়েঙ্কা বিতর্কের মাঝেই দাবি গম্ভীরের

শাহরুখ স্বাধীনতা দিয়েছেন গম্ভীরকে। তার জন্য সিদ্ধান্ত নিতে সমস্যা হয় না কেকেআর মেন্টরের।

Gautam Gambhir reveals that he shares a great relation with Shah Rukh Khan

গম্ভীরের কাঁধে ভরসার হাত শাহরুখের।

Published by: Krishanu Mazumder
  • Posted:May 11, 2024 2:20 pm
  • Updated:May 11, 2024 2:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধিনায়ক লোকেশ রাহুলকে সর্বসমক্ষে ধমকাচ্ছেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। এই দৃশ্য গোটা দেশে প্রবল আলোড়ন তৈরি করেছে। দলের মালিক ও কোচ-অধিনায়কের সম্পর্ক নিয়ে গত কয়েকদিন ধরেই প্রবল চর্চা চলছে। এই প্রেক্ষিতে কলকাতা নাইট রাইডার্স (KKR) মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir) জানিয়ে দিলেন যাঁদের সঙ্গে তিনি কাজ করেছেন, তাঁদের মধ্যে শাহরুখ খানই (Shah Rukh Khan) সেরা মালিক।
এবারও আইপিএল অভিযান শুরুর আগে গম্ভীর বলেছিলেন, কিং খান তাঁকে বলেছিলেন, ভেঙে ফেলো বা গড়ে তোলো, এই দলটা তোমারই। গম্ভীর সঠিক দিশা দেখাচ্ছেন কলকাতা নাইট রাইডার্সকে।

[আরও পড়ুন: ‘এটাই আমার শেষ বছর’, ভাইরাল রোহিত-অভিষেকের কথোপকথন, বাধ্য হয়ে ডিলিট করল কেকেআর]

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গৌতম গম্ভীর নাইট-মালিক শাহরুখ খান সম্পর্কে বলছেন, ”শাহরুখ খানের সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক। যাঁদের সঙ্গে কাজ করেছি, তাঁদের মধ্যে শাহরুখ খানই সেরা। শাহরুখ নম্র, ভদ্র এবং মাটির মানুষ বলে একথা বলছি তা নয়। আরও অনেক কারণ রয়েছে। খেলার মাঠ সবাইকে সমান করে দেয়। এখানে রিটেক বলে কিছু হয় না। সিনেমায় রিটেক হয়, কিন্তু ক্রিকেট বা খেলাধুলোয় বাজে শট খেললে বা বোল্ড হয়ে গেলে রিটেক বলে কিছু হয় না।”
কেকেআর মেন্টর উল্লেখ করেছেন ক্রিকেটের ক্ষেত্রে শাহরুখ সবসময়ে তাঁকে কাজ করার স্বাধীনতা দিয়েছেন। দলের মালিকের কাছ থেকে আশ্বস্ত হওয়ার পরে শাহরুখ বন্দনায় গৌতম গম্ভীর, ”ক্রিকেটীয় ব্যাপারে শাহরুখ কখনওই হস্তক্ষেপ করেন না। এটা আমার কাছে বিশাল একটা ব্যাপার। আমার উপরে আস্থা দেখানোর ফলে আমি স্বাধীনভাবে কাজ করতে পারি। আমি নিশ্চিত যে সিদ্ধান্তগুলো আমি নেব সেগুলোতে সমর্থন থাকবে শাহরুখের। সেই কারণেই দল এত ভালো পারফর্ম করছে।” 

Advertisement

[আরও পড়ুন: ‘হৃদমাঝারে রাখব, ছেড়ে দেব না’, গম্ভীরের জন্য হৃদয় উজাড় করা ভালোবাসা নাইট ভক্তদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement