Advertisement
Advertisement

Gautam Gambhir: লখনউকে বিদায় জানিয়ে ফের নাইট শিবিরে গম্ভীর? আলোচনা তুঙ্গে

দুই বছর লখনউয়ের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর।

Gautam Gambhir might resign as Lucknow Super Giants mentor, is he comeback in Kolkata Knight Riders, find out। Sangbad Pratidin

লখনউকে বিদায় জানিয়ে কলকাতায় ফিরবেন গম্ভীর?

Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 18, 2023 4:43 pm
  • Updated:March 13, 2024 5:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের আইপিএল (IPL 2024) শুরু হওয়ার আগে বড় খবর। লখনউ সুপার জায়ান্ট (Lucknow Super Giants) ছাড়তে পারেন দলের মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এমনই খবর নিয়ে তোলপাড় ভারতীয় ক্রিকেট। শোনা যাচ্ছে টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন ওপেনার নাকি ফের কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) ফিরতে পারেন। ২০২২ সালে প্রথমবার ক্রোড়পতি লিগে নেমেছিল এলএসজি (LSG)। সেবার ভাল পারফরম্যান্স করলেও শেষরক্ষা হয়নি। এরপর ২০২৩ সালের আইপিএল-এ নক আউট পর্ব থেকে বিদায় নেয় কেএল রাহুলের (KL Rahul) দল। সুত্র মারফত জানা গিয়েছে, দলে আমূল বদলের জন্যই নাকি গম্ভীর এবার সরে দাঁড়াতে পারেন।

ভারতের প্রাক্তন উইকেটকিপার তথা বিসিসিআই-এর প্রাক্তন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদকে দলের ব্যাকরুম স্টাফ ও পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছে লখনউ। এর আগে দলের প্রধান কোচের পদ থেকে অ্যান্ডি ফ্লাওয়ারকে সরিয়েছিল তারা। বদলে জাস্টিন ল্যাঙ্গারকে দলে নেয়। সূত্রের খবর, এবার গম্ভীরের দল ছাড়ার পালা।

Advertisement

[আরও পড়ুন: বুমরাহের কামব্যাকের মাঝে সবচেয়ে বড় বৃষ্টি, ধুয়ে যেতে পারে পুরো ম্যাচ]

গম্ভীর লখনউ ছাড়ছেন। এদিকে এই খবরটি ছড়িয়ে পড়তেই তাঁর পুরনো দল কেকেআর-এর নাম ভেসে উঠেছে। নাইটদের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক হলেন গম্ভীর। ২০১২ সালের পর ২০১৪ সালেও তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা। রাহুল ত্রিপাঠি, শুভমান গিলের মত প্লেয়ারদের ছেড়ে দেওয়ায় প্রশ্ন উঠেছিল। ঢাকঢোক পিটিয়ে এবার চন্দ্রকান্ত পণ্ডিতকে কোচ করা হলেও তিনি সাফল্য এনে দিতে পারেননি। তাই মনে করা হচ্ছে গম্ভীর ফের তাঁর পুরনো দলে কামব্যাক করতে পারেন।

[আরও পড়ুন: অসম্ভবকে সম্ভব করার ১৫ বছর, অনুপ্রেরণার আরেক নাম বিরাট কোহলি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement