Advertisement
Advertisement

Breaking News

Gautam Gambhir

স্পিন খেলতে বিপাকে রোহিত-বিরাটরা, বাংলাদেশ সিরিজের আগে শিবিরের ভাবনা গম্ভীরের

টিমের হেড কোচ হিসেবে প্রথম অ‌্যাসাইনমেন্ট মোটেও ভালো যায়নি গুরু গম্ভীরের।

Gautam Gambhir likely to arrange camp before Bangladesh series

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 27, 2024 4:33 pm
  • Updated:August 27, 2024 5:20 pm  

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ যে ভারতের কাছে অসীম গুরত্বপূর্ণ, তা দিন কয়েক আগেই বলে দিয়েছেন ভারতীয় বোর্ড সচিব জয় শাহ। কারণ, বিশ্ব টেস্ট চ‌্যাম্পিয়নশিপ। এবং শোনা যাচ্ছে, সেই সিরিজ শুরুর আগে একটা সংক্ষিপ্ত শিবির আয়োজনের ভাবনা চলছে।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। শোনা যাচ্ছে, সেপ্টেম্বরের ১০-১১ তারিখ থেকে নাকি চেন্নাইয়ে একটা শিবির করার পরিকল্পনা করছেন ভারতীয় হেড কোচ গৌতম গম্ভীর। প্রথম টেস্ট চেন্নাইয়েই। বিদেশ সফরে নামার আগে শিবির-টিবির করার কথা অতীতে শোনা গেলেও, ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলতে নামার আগে ভারতীয় দল শিবির করছে, লম্বা সময় দেখা যায়নি।

Advertisement

[আরও পড়ুন: ঘোষিত মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দল, অধিনায়ক হরমনপ্রীত, বাংলা থেকে টিমে রিচা

আসলে টিমের হেড কোচ হিসেবে প্রথম অ‌্যাসাইনমেন্ট মোটেও ভালো যায়নি গুরু গম্ভীরের। বরং সাতাশ বছর পর শ্রীলঙ্কায় গিয়ে ওয়ান ডে সিরিজ হেরে ফিরতে হয়েছে। আর সেটাও বিরাট-রোহিত সমেত পূর্ণ শক্তির দল নিয়ে। সবচেয়ে আশঙ্কার, স্পিন বোলিংয়ের সামনে ভারতীয় ব‌্যাটারদের অসহায়তা, গত শ্রীলঙ্কা সিরিজে ফুটে উঠেছে অত‌্যন্ত দৃষ্টিকটু ভাবে। এখানে বলে রাখা যাক, বাংলাদেশের হাতেও ভালো মানের স্পিনার রয়েছে। যেমন মেহদি হাসান মিরাজ।

তবে হত‌্যা মামলায় অভিযুক্ত শাকিব-আল-হাসান শেষ পর্যন্ত ভারত সফরের দলে নির্বাচিত হবেন কি না, এখনও নিশ্চিত করে বলার জায়গা নেই। শাকিব না খেললে, বাংলাদেশ স্পিন বোলিং যে অনেকটাই দুর্বল হয়ে পড়বে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু যিনিই আসুন, যিনিই খেলুন, গম্ভীর নাকি কোনও ঝুঁকি নিতে চান না। বিশ্ব টেস্ট চ‌্যাম্পিয়নশিপ ফাইনালে যেতে হলে বাংলাদেশ সিরিজ জিততে হবে ভারতকে। আর সে কারণেই নাকি আগেভাগে এহেন প্রস্তুতি সিরিজের ভাবনা।

[আরও পড়ুন: আল নাসর থেকেই অবসর! কবে ফুটবলকে বিদায় জানাবেন রোনাল্ডো?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement