গম্ভীরকে জবাব কেপির।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কের কেন্দ্রে মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। বিশেষজ্ঞরা সমালোচনা করছেন মুম্বই অধিনায়কের। এমন পরিস্থিতিতে পাণ্ডিয়ার পাশে দাঁড়িয়ে ইংল্যান্ডের প্রাক্তন তারকা কেভিন পিটারেসন (Kevin Pietersen) এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন এবি ডিভিলিয়ার্সের সমালোচনা করেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
নাইট মেন্টর জানান, যাঁরা সমালোচনা করছেন, তাঁরাও ক্যাপ্টেন হিসেবে সফল নন। অধিনায়ক হিসেবে তাঁরাও ব্যর্থ। গম্ভীরের নিশানায় ছিলেন কেপি এবং এবিডি। নাইট মেন্টরের এহেন সমালোচনার জবাব দিয়েছেন কেভিন পিটারসেন। গম্ভীরের সমালোচনার পরে মুখ খুলেছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার। তিনি অবশ্য গম্ভীরের সমালোচনার উত্তরে ঝাঁজাল প্রতিক্রিয়া দেননি। কেপি স্বীকার করে নিয়ে বলছেন, ”ও ভুল কিছু বলেনি। অধিনায়ক হিসেবে আমি একেবারেই ভালো ছিলাম না।”
গম্ভীরের সমালোচনার জবাব ইংল্যান্ডের তারকা ক্রিকেটার দিলেও ডিভিলিয়ার্সকে অবশ্য উত্তর দিতে দেখা যায়নি। কেকেআর মেন্টর বলেছিলেন, ”যে ক্রিকেটবিশেজ্ঞরা হার্দিক পাণ্ডিয়ার পারফরম্যান্সের সমালোচনা করছেন, নেতা থাকার সময়ে তাঁদের পারফরম্যান্স কী ছিল, সেটা যাচাই করে দেখা হোক। এবি ডিভিলিয়ার্স বা কেভিন পিটারসেন-তাঁদের কেরিয়ারে নজরকাড়া নেতৃত্বের পরিচয় দিতে পারেননি। ক্যাপ্টেন হিসেবে ওদের পারফরম্যান্স যদি দেখা হয়, তাহলে দেখবেন অত্যন্ত খারাপ সেই পারফরম্যান্স।” গম্ভীরের এহেন সমালোচনার পরে পিটারসেন একপ্রকার মেনেই নিয়েছেন তাঁর মন্তব্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.