Advertisement
Advertisement
Gautam Gambhir

জল্পনায় সিলমোহর! গম্ভীরকে কোচ হওয়ার প্রস্তাব বিসিসিআইয়ের, কী জবাব তারকার?

গম্ভীরকে নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তা আগেই জানিয়েছিল সংবাদ প্রতিদিন ডিজিটাল। 

Gautam Gambhir is on top on BCCI's wishlist to become India Team Coach
Published by: Arpan Das
  • Posted:May 17, 2024 8:41 pm
  • Updated:May 17, 2024 9:29 pm

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: বিশ্বকাপের পরে কে আসবেন রোহিত-বিরাটদের হেডস্যর হয়ে? ভারতীয় ক্রিকেটমহলে ক্রমশ জোরালো হয়ে উঠছে এই প্রশ্ন। যদিও খবর অনুযায়ী, নাইটদের মেন্টর গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বিসিসিআই (BCCI)। তবে গম্ভীরকে নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তা আগেই জানিয়েছিল সংবাদ প্রতিদিন ডিজিটাল। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে ভারতীয় দলের। নতুন করে তিনি চুক্তি করতে চাইছেন না বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যেই নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে বিসিসিআই। যার শেষ তারিখ ২৭ মে। ভিভিএস লক্ষণ থেকে স্টিফেন ফ্লেমিং অনেকের নাম ভাসতে থাকলেও, তাদের প্রথম লক্ষ্য গৌতম গম্ভীর। তাঁর কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, জাতীয় দলের দায়িত্ব নিতে চান কিনা। সরাসরি কিছু না জানানো হলেও গম্ভীর বোর্ডের প্রস্তাব ফেরাননি বলেই খবর। ফলে ভারতীয় কোচের পদে ভবিষ্যতে তাঁকে দেখার সম্ভাবনা ক্রমশ প্রবল হচ্ছে বলেই ধারণা।

Advertisement

[আরও পড়ুন: পরিবর্তন আসছে ‘ভার’ প্রযুক্তিতে, এবার চ্যালেঞ্জ জানাতে পারবেন কোচরাও]

বর্তমানে তিনি নাইট রাইডার্সের দায়িত্বে আছেন। চলতি মরশুমে তাঁর রিপোর্ট কার্ড যথেষ্ট ভালো। লিগ শীর্ষে আছেন শ্রেয়সরা। গত কয়েক মরশুমের ধারাবাহিক ব্যর্থতা ঝেড়ে ফেলে তাঁর হাত ধরেই ট্রফির স্বপ্ন দেখছে নাইট শিবির। এর আগে কোচিং করিয়েছেন লখনউ সুপার জায়ান্টসেও। তাদেরকেও দুবার প্লে অফে তুলেছেন গম্ভীর। কোনও আন্তর্জাতিক বা ঘরোয়া দলে কোচিংয়ের অভিজ্ঞতা না থাকলেও, তাঁকেই কোচের দৌড়ে শীর্ষে রাখছে বিসিসিআই।

দীর্ঘদিন আইসিসি ট্রফি আসেনি জাতীয় দলে। রোহিত-বিরাটদের বয়স বাড়ছে। কয়েক বছরের মধ্যেই তাঁরা অবসর নেবেন ক্রিকেট থেকে। ফলে একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে ‘টিম ইন্ডিয়া’। একদল নতুন ক্রিকেটার তুলে ধরাই লক্ষ্য বোর্ডের। সেখানে গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠতে পারবেন গম্ভীর। নাইট রাইডার্স ও লখনউ উভয় দলেই নতুন প্লেয়ার তুলে আনার কাজ দায়িত্ব নিয়ে করেছেন গম্ভীর। তুলনায় কম তারকা নিয়েও সফল তিনি। তুলে ধরেছেন অঙ্গকৃষ রঘুবংশী বা আয়ুষ বাদোনির মতো ক্রিকেটারদের।

[আরও পড়ুন: গুজরাট টাইটান্স কি ছাড়বেন শুভমান গিল? সোশাল মিডিয়ায় পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে]

সেই তরুণ দলে এমন একজন প্রতিনিধি প্রয়োজন, যিনি দেশের কোচিংয়ের প্রতি সম্পূর্ণ দায়বদ্ধ হবেন। এক্ষেত্রে গম্ভীরকে সব থেকে ভালো পছন্দ বলে মনে করছে বোর্ড। তরুণদের উদ্বুদ্ধ করতে পারবেন তিনি। নতুনদের জন্য আদর্শ উদাহরণ হয়ে উঠতে পারেন বিশ্বকাপ জয়ী গম্ভীর। বিদেশি কোচেরা কি মাসের পর মাস পড়ে থাকবেন দলের সঙ্গে? দেশের নতুন ক্রিকেটার তুলে আনার ক্ষেত্রে গম্ভীরের অভিজ্ঞতা কাজে লাগবে বলেই অনুমান। ফলে জাতীয় দলের হেডস্যর হওয়ার দৌড়ে সব দিক থেকেই অনেকটা এগিয়ে রয়েছেন গম্ভীর।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement