Advertisement
Advertisement

Breaking News

Gautam Gambhir

ভারতীয় দলের ড্রেসিংরুমের খবর ফাঁস করছেন তরুণ তারকা! বোর্ডকে বিস্ফোরক রিপোর্ট গম্ভীরের

বর্ডার-গাভাসকর ট্রফিতে মেলবোর্নে টেস্ট হারের পর ড্রেসিংরুমে মেজাজ হারিয়েছিলেন ভারতীয় কোচ।

Gautam Gambhir blames Sarfaraz Khan for leaking dressing room conversation

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:January 15, 2025 8:04 pm
  • Updated:January 15, 2025 8:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফি। সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বিতর্কিত সিরিজ। অশ্বিনের অবসর, রোহিতের নিজেকে সরিয়ে নেওয়া, ড্রেসিংরুমে অশান্তির পাশাপাশি এই সিরিজে ড্রেসিংরুম থেকে খবর ফাঁস হওয়ার মতো কাণ্ডও ঘটেছে। যা নিয়ে নানাবিধ প্রশ্ন উঠছে ক্রিকেট মহলে। কিন্তু টিম ইন্ডিয়ার হাঁড়ির খবর বাইরে আনছেন কে? ড্রেসিংরুমের অন্দরের ভিলেনটি কে?

বোর্ড সূত্রের খবর, ড্রেসিংরুমের ওই ‘ভিলেন’টিকে খুঁজে পেয়ে গিয়েছেন কোচ গৌতম গম্ভীর। ভারতীয় দল অস্ট্রেলিয়া থেকে ফেরার পর বিসিসিআই যে রিভিউ মিটিংয়ে বসেছিল তাতে নাকি বোর্ড কর্তাদের সেই ক্রিকেটারের নামও বলেছেন গম্ভীর। কোনও সিনিয়র তারকা ওই কাণ্ড ঘটাননি। গম্ভীরের দেওয়া রিপোর্ট অনুযায়ী কাণ্ডটি ঘটিয়েছেন টিম ইন্ডিয়ার তরুণ তারকা সরফরাজ খান। এমনটাই দাবি করা হয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে।

Advertisement

বোর্ড সূত্রের খবর, বিসিসিআইকে গম্ভীর যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট অনুযায়ী ড্রেসিংরুমের খবর সাংবাদিকদের হাতে দিয়েছেন তরুণ মুম্বইকরই। যদিও সরকারিভাবে বিসিসিআই এ নিয়ে মুখ খোলেনি।

আসলে বর্ডার-গাভাসকর ট্রফিতে মেলবোর্নে টেস্ট হারের পর ড্রেসিংরুমে মেজাজ হারিয়েছিলেন ভারতীয় কোচ। শোনা যায় হারের পর নাকি ক্রিকেটারদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান কোচ গৌতম গম্ভীর। তাঁর রোষে পড়েন অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলিও। ঋষভ পন্থের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সেই সব খবর সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায়। যা নিয়ে রীতিমতো বিতর্ক বেঁধে যায়। এভাবে ড্রেসিংরুমের খবর বাইরে যাওয়া ভারতীয় দলের সাজঘরের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে দেয়। সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, কাণ্ডটি ঘটিয়েছেন সরফরাজ খান, আর সেটা গৌতম গম্ভীরের রিপোর্টেই প্রকাশ্যে এসেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement