সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় দলের কোচ হওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলন করলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সামনেই শ্রীলঙ্কা সফর। সেখানেই প্রথম পরীক্ষায় নামবেন জিজি। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ ছাড়াও তিনটি ওয়ানডে ম্যাচ সেখানে খেলবে টিম ইন্ডিয়া (India Cricket Team)। ওয়ানডের জন্য ডাকা হয়েছে রোহিত-বিরাটদের । কিন্তু আর কতদিন জাতীয় দলের হয়ে খেলবেন তাঁরা? জানিয়ে দিলেন কোচ গম্ভীর।
বিশ্বকাপ জেতার পরই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন দুই মহাতারকা। সামনের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলবেন দুজনেই। কিন্তু তার পর? রোহিত-বিরাট কি তার পরও ব্যাট হাতে দেশের দায়িত্ব বহন করবেন? গম্ভীর জানিয়ে দিলেন, ফিটনেস ধরে রাখতে পারলে ২০২৭-এর বিশ্বকাপেও দেখা যাবে দুজনকে।
গম্ভীর বলেন, “বড় মঞ্চে কীভাবে খেলতে হয়, সেটা ওরা দেখিয়ে দিয়েছে। সেটা টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক বা ৫০ ওভারের বিশ্বকাপ। আমার কাছে একটা জিনিস পরিষ্কার যে, ওদের মধ্যে এখনও প্রচুর ক্রিকেট প্রতিভা বেঁচে রয়েছে। সবচেয়ে বড় কথা, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। অস্ট্রেলিয়া সফর রয়েছে। আর যদি ওরা ফিটনেস ধরে রাখতে পারে, তাহলে ২০২৭-র বিশ্বকাপও ওদের সামনে রয়েছে।”
সেই সঙ্গে গম্ভীরের সংযোজন, “ওরা কতদিন খেলতে চাইবে, সেটা সম্পূর্ণ ওদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা পুরোপুরি ওদের উপরে যে, দলের সাফল্য কতটা অবদান রাখতে পারবে। শেষ পর্যন্ত, দলই আসল। বিরাট-রোহিতদের খেলা এখনও বিশ্বসেরা। কোনও টিমই ওদের ছাড়তে চাইবে না।”
শ্রীলঙ্কা সফরে রোহিত-বিরাটকে ডাকা হলেও বাদ পড়েছেন রবীন্দ্র জাদেজা। তিনিও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। কিন্তু ওয়ানডে দলে তাঁকে রাখা হয়নি। সেই বিষয়ে নির্বাচক কমিটির প্রধান জানিয়েছেন, সামনে অনেক টেস্ট ম্যাচ রয়েছে। সেই জন্য তৈরি রাখা হচ্ছে জাদেজাকে। অন্যদিকে ভারতের সহকারী কোচের দায়িত্বে যে অভিষেক নায়ার এবং রায়ান টেন দুশখাতেকেই নির্বাচন করা হচ্ছে, সেটাও নিশ্চিত করে দিলেন গম্ভীর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.