সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনদিন হয়ে গেলেও বিরাট কোহলি (Virat Kohli) ও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মধ্যে ঝামেলার রেশ এখনও কাটেনি। এখনও আলোচনা চলছে সেই বিতর্ক নিয়ে। বিরাট কোহলি, গৌতম গম্ভীরের সঙ্গে নাম জড়িয়েছে আফগান ক্রিকেটার নবীন উল হকেরও। বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের ম্যাচ ফি-র একশো শতাংশ কাটা হয়েছে। নবীন উল হকের ম্যাচ ফি-র ৫০ শতাংশ কাটা হয়েছে।
এখন যে প্রশ্নটা ঘোরাফেরা করছে, তা হল, বিরাট কোহলির এই জরিমানা দেবে কে? কোহলিকেই এই টাকাটা দিতে হবে?
বিরাট কোহলির দাম ১৫ কোটি টাকা। আরসিবি-কে প্রাথমিক ভাবে খেলতে হবে ১৪টি ম্যাচ। ফলে একটি ম্যাচের জন্য কোহলির ফি প্রায় ১.০৭ কোটি টাকা। আরসিবি যদি প্লে অফের ছাড়পত্র জোগাড় করে, তাহলে কোহলির ম্যাচ ফি আরও কমতে পারে। এখন ঘটনা হল, যে খেলোয়াড়কে জরিমানা করা হয়, জরিমানার সেই অর্থ মেটাতে হবে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে। কোহলিকে দিতে হবে না নিজের পকেট থেকে। কোহলির দাম বাবদ ১৫ কোটি টাকা আগেই আরসিবি দিয়েছে কোহলিকে। ফলে গম্ভীরের সঙ্গে ঝামেলার জন্য যে অর্থ জরিমানা করা হয়েছে কোহলিকে, সেই অর্থ দিচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরই।
কোহলি না হয় খেলোয়াড়, তাঁর জরিমানা মেটাবে আরসিবি ফ্র্যাঞ্চাইজি। কিন্তু গৌতম গম্ভীর তো আর খেলোয়াড় নন। লখনউ সুপার জায়ান্টসের মেন্টর তিনি। তাঁর অর্থও মেটাবে লখনউ ফ্র্যাঞ্চাইজিই। গৌতম গম্ভীরকে এর জন্য নিজের পকেট থেকে অর্থ দিতে হবে না। আফগান ক্রিকেটার নবীন উল হকের জরিমানাও দেবে এলএসজি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.