Advertisement
Advertisement

Breaking News

‘আমরা হারারই যোগ্য, ম্যাচটা ওদের উপহার দিলাম’, কেকেআরের কাছে হেরে বিস্ফোরক কোহলি

জয়ে ফিরে ঘুরে দাঁড়ানোর স্বপ্নে বিভোর নাইট কোচ।

Furious Virat Kohli lambasts RCB for gifting 'freebie' win to KKR | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 27, 2023 9:45 am
  • Updated:April 27, 2023 9:45 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন রুটিন হয়ে গিয়েছে। ফর্ম যেমনই হোক, কাগজেকলমে শক্তির নিরিখে যে যেখানেই দাঁড়িয়ে থাক, কেকেআরের (KKR) বিরুদ্ধে নামলেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কেমন যেন নড়বড়ে হয়ে যায়। বুধবার রাতেও তেমনই হয়েছে। ভাল ফর্মে থাকা আরসিবি (RCB) কার্যত ছন্দহীন কেকেআরের বিরুদ্ধে ঘরের মাঠে হেরে গিয়েছে ২১ রানে। নাইটদের বিরুদ্ধে এই হার কাঁটার মতো বিঁধছে আরসিবির ভারপ্রাপ্ত অধিনায়ক বিরাট কোহলিকে। যার প্রতিফলন শোনা গেল ম্যাচ শেষের সাক্ষাৎকারে। সতীর্থদের প্রতি ক্ষোভ উগরে দিলেন বিরাট।

ম্যাচ শেষে কোহলি (Virat Kohli) বলছিলেন,”সত্যি বলতে আমরা ম্যাচটা ওদের উপহার দিয়েছি। আমরা হারারই যোগ্য ছিলাম। পেশাদারদের মতো খেলতে পারিনি। আমরা ভাল বল করেছি, কিন্তু ফিল্ডিংয়ের মান অত্যন্ত খারাপ ছিল। এটা আসলে মুফতে ওদের জিতিয়ে দেওয়া।” আরসিবির দায়িত্বপ্রাপ্ত অধিনায়কের বক্তব্য,”ফিল্ডিং করার সময় ৪-৫ ওভারের একটা সময় এসেছিল যখন আমরা বেশ কয়েকটা সুযোগ নষ্ট করি। ব্যাট করার সময় আমরা ভাল মঞ্চ তৈরি করে ফেলেছিলাম। কিন্তু তারপর ৪-৫টা সহজ উইকেট পেয়ে গেল ওরা। ওই বলগুলি উইকেট পাওয়ার মতো বল ছিল না। কিন্তু আমরা সোজা ফিল্ডারদের হাতে বলগুলি মেরে দিলাম।” সতীর্থদের সতর্ক করে বিরাট সোজা বলে দিচ্ছেন, আমাদের এবার সতর্ক হতে হবে। এভাবে পয়েন্ট খোয়ালে চলবে না।

Advertisement

[আরও পড়ুন: সলমনের ছবির গানে নার্সারির ছড়ার ব্যবহার, ভাইজানের উপর বিরক্ত শিশু কল্যাণ সংগঠন]

আরসিবি শিবিরে যখন হাহাকার, চার ম্যাচ পর জয়ে ফিরে ঠিক তার উলটো ছবি কেকেআর শিবিরে। খোদ কোচ চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakanta Pandit) বলে দিচ্ছেন, এখান থেকে ঘুরে দাঁড়াবে ছেলেরা। পরপর ম্যাচ জিতে প্লে-অফে যেতেই পারে নাইটরা। কেকেআর কোচ বলছেন, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, সেখান থেকে ছেলেরা ঘুরে দাঁড়িয়েছে। এরপরও আমরা পারব। বোলিং, ফিল্ডিং নিয়ে একটু চিন্তা ছিল, সেটা আজ কেটে গেল। বস্তুত শেষ চার ম্যাচ হারতে হলেও কেকেআর যে খুব খারাপ খেলেছে তেমনটা নয়, জয়ের অভ্যাসটা হারিয়ে ফেলেছিলেন নাইটরা। সেটা এবারে ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী নাইট শিবির।

[আরও পড়ুন: গরু পাচার মামলায় এবার গ্রেপ্তার অনুব্রতকন্যা সুকন্যা মণ্ডল]

তবে প্লে-অফের লড়াইটা বেশ কঠিন নাইটদের জন্য। প্লে-অফে যেতে হলে এবার থেকে আর ম্যাচ হারা চলবে না। এই মুহূর্তে আট ম্যাচে কেকেআরে সংগ্রহ ৬ পয়েন্ট। পয়েন্ট টেবিলে কেকেআর রয়েছে সপ্তম স্থানে। অন্যদিকে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে বিরাটরা রয়েছেন পঞ্চম স্থানে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement