সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাশামতো নতুন বছরের শুরুতেই ISL–এর দ্বিতীয় পর্বের সূচি ঘোষণা করে দিল FSDL। তবে এটা পূর্ণাঙ্গ সূচি নয়। কারণ এখনও প্লে-অফ এবং ফাইনাল কবে আয়োজিত হবে, সেকথা জানানো হয়নি। শুধু গ্রুপ পর্বের সমস্ত ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি, শুক্রবার সন্ধে সাড়ে সাতটায় আয়োজিত হতে চলেছে আইএসএলের ফিরতি ডার্বি। এর আগে প্রথম ডার্বিতে ২–০ গোলে জিতেছিল সবুজ–মেরুন ব্রিগেড। গোল করেছিলেন রয় কৃষ্ণ এবং মনবীর। সেটাই আবার ছিল আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ। খাতায়–কলমে ফিরতি ডার্বি অবশ্য সবুজ-মেরুনের হোম ম্যাচ। আর গ্রুপ লিগের শেষ খেলা আয়োজিত হবে ২৮ ফেব্রুয়ারি।
করোনা সংক্রমণের (Corona Pandemic) কথা মাথায় রেখে জৈব সুরক্ষা বলয়ে গোয়াতেই এবার বসেছে আইএসএলের আসর। ২০ নভেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হলেও প্রথমে কেবল ১১ জানুয়ারি পর্যন্ত সূচি ঘোষণা করেছিল FSDL। কারণ AFC জানিয়েছিল, জানুয়ারিতেই আয়োজিত হবে এএফসি কাপ (AFC Cup)। পরে যদিও এএফসি জানায়, আপাতত এএফসি কাপের ম্যাচ জনুয়ারিতে স্থগিত রেখে এপ্রিলে নিয়ে যাওয়া হচ্ছে। AFC’র তরফে তাদের ক্রীড়াসূচি জানা মাত্রই নিজেদের মধ্যে আইএসএলের পরবর্তী ক্রীড়াসূচি ঠিক করা নিয়ে আলোচনায় বসে পড়েন FSDL কর্তারা। তারপর এদিন প্রকাশ করা হল বাকি সূচিও। তাতে এখনই প্লে–অফ বা ফাইনালের দিনক্ষণ জানানো হয়নি। তবে তা যে মার্চের মধ্যেই আয়োজিত হয়ে যাবে, সে ব্যাপারে কোনও সন্দেহ আর নেই।
এর ফলে এটিকে মোহনবাগান, এফসি গোয়া এবং বেঙ্গালুরু এফসির এএফসির টুর্নামেন্টে অংশ নিতেও আর কোনও সমস্যা হবে না। আসলে তিনটি দলই ঠিক করেছিল, গোয়াকেই তাদের হোম ম্যাচ হিসেবে দেখাবে। সেক্ষেত্রে এএফসির হোম ম্যাচ খেলতে কোনও সমস্যা ছিল না। কিন্তু জানুয়ারিতে এই টুর্নামেন্ট হলে অ্যাওয়ে ম্যাচের ক্ষেত্রে অসুবিধায় পড়তে হত তাঁদের। তবে এবার আর সেই সংক্রান্ত কোনও ঝামেলা নেই।
এক নজরে দেখে নিন কবে মাঠে নামছে এটিকে মোহনবাগান (ATK Mohunbagan) ও এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal):
৩ জানুয়ারি: এসসি ইস্টবেঙ্গল বনাম ওড়িশা (বিকেল ৫টা)
এটিকে মোহনবাগান বনাম নর্থ–ইস্ট ইউনাইটেড (সন্ধ্যে ৭.৩০)
৬ জানুয়ারি: এসসি ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া (সন্ধ্যে ৭.৩০)
৯ জানুয়ারি: বেঙ্গালুরু এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল (সন্ধ্যে ৭.৩০)
১১ জানুয়ারি: এটিকে মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি (সন্ধ্যে ৭.৩০)
১৫ জানুয়ারি: এসসি ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স (সন্ধ্যে ৭.৩০)
১৭ জানুয়ারি: এফসি গোয়া বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যে ৭.৩০)
১৮ জানুয়ারি: চেন্নাইয়িন বনাম এসসি ইস্টবেঙ্গল (সন্ধ্যে ৭.৩০)
২১ জানুয়ারি: এটিকে মোহনবাগান বনাম চেন্নাইয়িন (সন্ধ্যে ৭.৩০)
২২ জানুয়ারি: এসসি ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি (সন্ধ্যে ৭.৩০)
২৬ জানুয়ারি: নর্থ–ইস্ট ইউনাইটেড বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যে ৭.৩০)
২৯ জানুয়ারি: এফসি গোয়া বনাম এসসি ইস্টবেঙ্গল (সন্ধ্যে ৭.৩০)
৩১ জানুয়ারি: এটিকে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স (সন্ধ্যে ৭.৩০)
২ ফেব্রুয়ারি: এসসি ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি (সন্ধ্যে ৭.৩০)
৬ ফেব্রুয়ারি: ওড়িশা এফসি বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যে ৭.৩০)
৭ ফেব্রুয়ারি: জামশেদপুর এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল (বিকেল ৫টা)
৯ ফেব্রুয়ারি: বেঙ্গালুরু এফসি বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যে ৭.৩০)
১২ ফেব্রুয়ারি: এসসি ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি (সন্ধ্যে ৭.৩০)
১৪ ফেব্রুয়ারি: এটিকে মোহনবাগান বনাম জামশেদপুর এফসি (সন্ধ্যে ৭.৩০)
১৯ ফেব্রুয়ারি: এটিকে মোহনবাগান বনাম এসসি ইস্টবেঙ্গল (সন্ধ্যে ৭.৩০)
২২ ফেব্রুয়ারি: হায়দরাবাদ এফসি বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যে ৭.৩০)
২৩ ফেব্রুয়ারি: এসসি ইস্টবেঙ্গল বনাম নর্থ–ইস্ট ইউনাইটেড (সন্ধ্যে ৭.৩০)
২৭ ফেব্রুয়ারি: ওড়িশা এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল (সন্ধ্যে ৭.৩০)
২৮ ফেব্রুয়ারি: মুম্বই সিটি এফসি বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যে ৭.৩০)
🚨 CONFIRMED 🚨
Remaining fixtures of #HeroISL 2020-21 are LIVE!
Visit 👉 https://t.co/AefDpevnOm for the full list 📝#LetsFootball pic.twitter.com/07TJedZOYK
— Indian Super League (@IndSuperLeague) January 2, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.