Advertisement
Advertisement

Breaking News

Shashank Singh

‘ভুল’ করে দলে নিয়েছিলেন প্রীতি, সেই অনামী শশাঙ্কই এখন পাঞ্জাবের নায়ক

কার্যত বাধ্য হয়েই শশাঙ্ককে দলে নেয় পাঞ্জাব, এখন তিনিই নায়ক।

From 'mistaken identity' to 'miracle' man: Shashank Singh puts behind IPL auction controversy

শশাঙ্ক সিং। ছবি- সোশাল মিডিয়া।

Published by: Subhajit Mandal
  • Posted:April 5, 2024 10:10 am
  • Updated:April 5, 2024 10:10 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানুষ ভুল না করলে নাকি এগোতে পারে না। তেমনটা বোধ হয় সত্যি ক্রিকেটের ক্ষেত্রেও। পাঞ্জাব কিংস দলের ক্ষেত্রে তো ভীষণভাবে সত্যি। বৃহস্পতিবার চলতি আইপিএলের (IPL 2024) দ্বিতীয় জয় পেয়েছে পাঞ্জাব। জয়ের নায়ক শশাঙ্ক সিং। সেই শশাঙ্ক সিং যাকে কিনা পাঞ্জাব কিনেছিল ভুল করে। অন্য শশাঙ্ক ভেবে।

বৃহস্পতিবার শশাঙ্ক (Shashank Singh) যখন ব্যাট করতে নামলেন ততক্ষণে পাঁচ উইকেট খুইয়ে জয়ের আশা প্রায় ছেড়েই দিয়েছিল পাঞ্জাব। সেখান থেকে ২৯ বলে ৬১ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে ২০০ রানের লক্ষ্যমাত্রায় দলকে পৌঁছে দিলেন তিনি। আরেক তরুণ ক্রিকেটার আশুতোষ শর্মার সঙ্গে জুটি বেঁধে দলকে দুটি পয়েন্ট এনে দিলেন। দেশ বিদেশের তারকারা এখন শশাঙ্কের প্রশংসায় পঞ্চমুখ।

Advertisement

[আরও পড়ুন: নরম হিন্দুত্বের লাইনেই বিপর্যয়, তিন রাজ্যে বিপর্যয়ে শরিকদের নিশানায় কংগ্রেস]

অথচ এই শশাঙ্ককে নাকি দলেই নিতে চায়নি পাঞ্জাব। তাঁকে নেওয়া হয়েছিল ভুল করে। আইপিএল নিলামের মঞ্চে পাঞ্জাব কিংসের (Punjab Kings) তরফে বসেছিলেন প্রীতি-ওয়াদিয়া-সহ টিম ম্যানেজমেন্টের কয়েকজন সদস্য। প্রথম পর্বের নিলাম শেষে দ্বিতীয় পর্বের অ্যাক্সেলারেটেড নিলাম চলছিল। এই পর্বে দ্রুত ক্রিকেটারদের নাম বলেন সঞ্চালিকা মল্লিকা সাগর। কোনও দলের সেই ক্রিকেটারকে পছন্দ হলে দ্রুত তাঁরা হাত তোলেন। এই পর্বেই ভুল করে ছত্তিশগড়ের ব্যাটারকে কিনে বসেন প্রীতি। আসলে সঞ্চালিকা মল্লিকা সাগর শশাঙ্কের নাম বলার পর তাঁকে অন্য ক্রিকেটার ভেবে গুলিয়ে ফেলে পাঞ্জাব ম্যানেজমেন্ট (Punjab Management)। ২০ লক্ষ টাকার বেস প্রাইসে তিনি চলে যান পাঞ্জাব কিংস দলে। কিন্তু শশাঙ্ককে কেনার পরই নিজেদের ভুল বুঝতে পারেন নেস ওয়াদিয়ারা। সঙ্গে সঙ্গে তাঁরা ওই ক্রিকেটারকে কিনতে অস্বীকার করেন। সঞ্চালিকা মল্লিকা সাগরের কাছে তাঁরা আর্জি জানান, যাতে ওই ক্রিকেটারকে তাঁদের দলে না পাঠানো হয়। কিন্তু নিলামের সময় হাত তুলে ফেলায় সেই অনুরোধ রাখা হয়নি।

[আরও পড়ুন: প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন না ‘অযোগ্য’ ট্রাম্প! নজিরবিহীন রায় আমেরিকায়]

কার্যত বাধ্য হয়েই শশাঙ্ককে দলে নেয় পাঞ্জাব। যদিও পরে ওই ফ্র্যাঞ্চাইজির তরফে দাবি করা হয় এই শশাঙ্ক সিংকেই তাঁরা কিনতে চেয়েছিলেন। সামান্য কিছু বিভ্রান্তি তৈরি হয়েছিল। সেটা মিটেও গিয়েছে। শশাঙ্কও সোশাল মিডিয়ায় জানিয়ে দেন, পাঞ্জাবের হয়ে খেলতে তাঁর কোনও সমস্যা নেই। সেই শশাঙ্ক সিংই এখন পাঞ্জাবের নায়ক।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement