Advertisement
Advertisement
World Cup Pakistan

বিশ্বকাপে পাক দল পাঠাতে সরকারি কমিটি, বোর্ডের প্রতিনিধি কই? তোপ ক্রিকেট কর্তাদের

বিদেশমন্ত্রী-সহ একাধিক মন্ত্রী ও আধিকারিকদের নিয়ে কমিটি গড়েছে পাকিস্তান সরকার।

Former PCB chief slams govt committee to decide Pakistan participation in ICC World Cup 2023 | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:July 10, 2023 11:14 am
  • Updated:July 10, 2023 11:14 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে আয়োজিত বিশ্বকাপে (ICC World Cup 2023) আদৌ খেলবে পাকিস্তান (Pakistan)? সেই প্রশ্নের উত্তর খুঁজতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন দেশের প্রধানমন্ত্রী। সেখানে একাধিক হেভিওয়েট সদস্য থাকলেও, পাক ক্রিকেট বোর্ডের কোনও প্রতিনিধি নেই। এমন কমিটিকে একহাত নিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) প্রাক্তন চেয়ারম্যান খালিদ মাহমুদ। তাঁর মতে, পাকিস্তান এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেল কিনা তার সঙ্গে বিশ্বকাপ খেলার বিষয়টি গুলিয়ে ফেলা একেবারেই উচিত নয়।

চলতি বছরের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব ছিল পাকিস্তানের হাতে। কিন্তু বিসিসিআই সচিব জয় শাহ বলেন, নিরাপত্তার কারণে পাকিস্তানের মাটিতে খেলতে যাবে না ভারত। পালটা পাক বোর্ড জানায়, এশিয়া কাপে ভারত না খেললে তারাও বিশ্বকাপে (Cricket World Cup) দল পাঠাবে না। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ধরেই নেওয়া হয়, এই সিদ্ধান্তের পরে বিশ্বকাপ খেলতে অসুবিধা থাকবে না পাকিস্তানের।

Advertisement

[আরও পড়ুন: পাঁচশো-হাজার ‘ঘুষে’ই মেট্রোর লাখো টাকার লোহা-তামা চুরি! গ্রেপ্তার ৩ নিরাপত্তারক্ষী]

কিন্তু আবারও নতুন করে সমস্যা তৈরি হয় পিসিবির ঘোষণায়। পাকিস্তানের ক্রিকেট বোর্ড জানায়, তাদের দল ভারতে খেলতে যাবে কিনা সেই সিদ্ধান্ত নেবে দেশের সরকার। ইতিমধ্যেই পাক দলের ভারত সফর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেই কমিটিতে রয়েছেন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি থেকে শুরু করে একাধিক মন্ত্রী ও আধিকারিকরা। কিন্তু ক্রিকেট কর্তাদের কাউকেই কমিটিতে রাখা হয়নি।

এই কমিটি দেখেই তোপ দেগেছেন খালিদ মাহমুদ। প্রাক্তন পিসিবি কর্তা বলেন, “এই কমিটিতে ক্রিকেটের কোনও প্রতিনিধিকেই দেখতে পাচ্ছি না, সেটাই খুব আশ্চর্যের। বিশ্বকাপ (ODI World Cup 2023) খেলতে যাওয়া নিয়ে এমন কমিটি গঠন নিয়ে প্রশ্নের মুখে পড়তে হতে পারে পাক ক্রিকেট কর্তাদের। যদি নিরাপত্তার কারণে পাক দল ভারতে যেতে না চায়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ভারত খেলতে আসছে না বলে পাকিস্তানও যাবে না, এইভাবে মিলিয়ে ফেলা ঠিক নয়। আন্তর্জাতিক ক্রিকেটে এমন চলতে পারে না।” প্রাক্তন পিসিবি কর্তার মতে, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে জটিলতা কাটিয়ে ফেলতে হবে। তা না হলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাক দলকে নিষিদ্ধ করা হতে পারে বলেই তাঁর আশঙ্কা।

[আরও পড়ুন: বিজেপির ‘দালালি’ বন্ধের দাবি, ‘কমরেড’দের বিক্ষোভে তালা বন্ধ আলিমুদ্দিনের পার্টি অফিসে!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

  • শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ধরেই নেওয়া হয়, এই সিদ্ধান্তের পরে বিশ্বকাপ খেলতে অসুবিধা থাকবে না পাকিস্তানের।
  • পাকিস্তানের ক্রিকেট বোর্ড জানায়, তাদের দল ভারতে খেলতে যাবে কিনা সেই সিদ্ধান্ত নেবে দেশের সরকার। ইতিমধ্যেই পাক দলের ভারত সফর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
  • প্রাক্তন পিসিবি কর্তার মতে, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে জটিলতা কাটিয়ে ফেলতে হবে। তা না হলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাক দলকে নিষিদ্ধ করা হতে পারে বলেই তাঁর আশঙ্কা।
  • Advertisement