Advertisement
Advertisement
Ravindra Jadeja

‘যে কোনও অধিনায়কই ওকে দলে নিতে মরিয়া’, ভারতীয় ক্রিকেটারের প্রশংসায় পাক তারকা

'বিরাট নয়, এই তারকাই সেরা', মত পাক ক্রিকেটারের।

Former Pakistani cricketer praises Ravindra Jadeja after clinical performance against Australia | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:February 14, 2023 10:34 am
  • Updated:February 14, 2023 10:34 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র আড়াই দিনে অস্ট্রেলিয়াকে (India vs Australia) গুঁড়িয়ে টেস্ট জিতেছে ভারত। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান এমন এক খেলোয়াড়ের, যিনি চোটের জন্য পাঁচ মাস ক্রিকেট থেকে বিচ্ছিন্ন ছিলেন। সেই রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) অলরাউণ্ড পারফরম্যান্স দেখে দরাজ সার্টিফিকেট দিলেন দানিশ কানেরিয়া। প্রাক্তন পাক ক্রিকেটারের মতে, প্রত্যেক অধিনায়ক জাদেজার মতো একজন খেলোয়াড়কেই দলে নিতে চান। অলরাউণ্ড পারফরম্যান্সের জোরে যেকোনও সময়ে ম্যাচের রঙ বদলে দিতে পারেন জাদেজা, এমনটাই মত কানেরিয়ার (Danish Kaneria)।

নাগপুর টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করেন জাদেজা। প্রথম ইনিংসেই ৫ উইকেট তুলে অজি ব্যাটারদের গুঁড়িয়ে দেন। তারপর ৭০ রানের ইনিংস খেলে দলকে বড় রানের দিকে এগিয়ে দেন। দ্বিতীয় ইনিংসেও দু’টি উইকেট পান জাড্ডু। কামব্যাকে অসাধারণ পারফরম্যান্স করে ম্যাচের সেরার পুরস্কারও ওঠে তাঁরই হাতে। নাগপুরের জাদেজাকে দেখে মুগ্ধ কানেরিয়া।

Advertisement

[আরও পড়ুন: জঙ্গিদের টার্গেট এবার উপত্যকার লিথিয়াম খনি! কেনাবেচা করলেই হামলার হুমকি জইশের সঙ্গীর]

নিজের ইউটিউব চ্যানেলে প্রাক্তন পাক ক্রিকেটার বলেন, “নিজের স্টাইলেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল জাদেজা। এই মুহূর্তে ওই বিশ্বের সেরা অলরাউণ্ডার। জাদেজার মতো অলরাউণ্ডার খুবই কমই দেখা গিয়েছে। খেলার প্রত্যেকটি ভাগেই ওর গুরুত্বপূর্ণ অবদান থাকে। যেকোনও অধিনায়কই চাইবে, তাদের প্রথম একাদশে জাদেজার মতো খেলোয়াড় থাকুক। কারণ বিপক্ষের উপর সারাক্ষণ চাপ তৈরি করতে পারে জাদেজা।”

দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থেকেও নিজের ফিটনেস ধরে রেখেছেন জাড্ডু। এই প্রসঙ্গ উল্লেখ করে কানেরিয়ার মত, “প্রায় ছ’মাস ক্রিকেট খেলেনি জাদেজা। তা সত্বেও আন্তর্জাতিক ম্যাচ খেলার পর্যাপ্ত ফিটনেস রয়েছে ওর। এতদিন পরে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামা মোটেই সহজ নয়। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নেমেই এত ভাল পারফরম্যান্সকে কুর্নিশ জানাতেই হয়।”

[আরও পড়ুন: দিল্লিতে শততম টেস্টে নামছেন চেতেশ্বর, মাঠে আসছেন পূজারার পরিবার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement