Advertisement
Advertisement

Breaking News

Arjun Tendulkar Sachin Tendulkar Rashid Latif

বোলার হলেন কেন অর্জুন? প্রাক্তন পাক তারকা রশিদ লতিফ জানালেন আসল কারণ

কী বললেন লতিফ?

Former Pakistan star Rashid Latif opens up on Arjun Tendulkar । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:April 21, 2023 8:14 pm
  • Updated:April 21, 2023 9:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের দুটো ম্যাচ খেলেছেন অর্জুন তেণ্ডুলকর (Arjun Tendulkar)। তার পর থেকেই গোটা দেশের শ্বাসপ্রশ্বাসে শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ছেলে। ছেলের অভিষেক ম্যাচে নিজের আবেগ ধরে রাখতে পারেননি মাস্টার ব্লাস্টার।

এগুলো তো সবারই জানা। পাকিস্তানেও অর্জুনকে নিয়ে জোর আলোচনা। প্রাক্তন পাক উইকেট কিপার রশিদ লতিফ (Rashid Latif) ও নওমান নিয়াজের আলাপচারিতা চলাকালীন নিয়াজ বলে ফেলেন, ”ব্যাটসম্যান অর্জুন কখনওই শচীনের উচ্চতায় পৌঁছতে পারবে না।” নিয়াজের এই মন্তব্যের পরে রশিদ লতিফ বলেন, ”অর্জুন হয়তো জাহির খান, ওয়াসিম আক্রম, আশিস নেহরাদের বেশি করে দেখেছে। বাবাকেও নিশ্চয় বোলিং করেছে অর্জুন। শচীন যখন ব্যাটিং করত, তখন গাঙ্গুলি, শেহওয়াগ, দ্রাবিড়দের উপরে খুব একটা আলো পড়ত না। ঘরে বাবা-ছেলের খেলা হলে বেশিরভাগ সময় হয়তো অর্জুনকেই বল করতে হতো।” 

Advertisement

[আরও পড়ুন: ‘১৮ কোটি টাকা দিয়ে অভিজ্ঞতা কেনা যায় না’, কুরানকে বিঁধলেন শেহওয়াগ]

 

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএলে অভিষেক ঘটে অর্জুনের। ২ ওভার বল করেন বাঁ হাতি পেসার। ১৭ রান দিলেও উইকেট পাননি অর্জুনের। মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে শেষ ওভারে সানরাইজার্সের দরকার ছিল ২০ রান। শেষ ওভার করতে আসেন অর্জুন। তাঁর ওভারে ২০ রান তুলতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। একটি উইকেটও পান তিনি।

বাবা শচীনকে ঘরে বেশি বল করতে হত, অর্জুনের বোলার হওয়ার পিছনে সেটাই হয়তো অন্যতম কারণ। প্রাক্তন পাক উইকেট কিপার আরও বলেন, ”বাড়িতে পিতা-পুত্র খেললে বেশিরভাগ সময়ে বাবাকে বল করতে হত ছেলেকে। আর এই কারণেই হয়তো অর্জুন বোলার হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সে অলরাউন্ডার হিসেবে খেলে অর্জুন। যদি ব্যাটসম্যান হিসেবেই খেলত অর্জুন, তাহলে হয়তো দলে সুযোগ পেত না। অলরাউন্ডারের চাহিদা বেশি।”

লতিফ মনে করেন, অ্যালাইনমেন্ট ভাল না হওয়ায় অর্জুনের বলের গতি বেশি নয়। লতিফ আরও বলেন, অর্জুনের ভারসাম্য ভাল নয়। যদিও অর্জুনের কেরিয়ার এখন সবে শুরু হয়েছে। ওকে আরও কঠিন পরিশ্রম করতে হবে। বায়োমেকানিক্যাল পরামর্শদাতার কাছ থেকে কিছু পরামর্শ পেলে আরও গতি আনতে পারবে বোলিংয়ে। অর্জুনের ব্যালান্স ভাল নয়, সেই কারণে ওর গতি প্রভাবিত হচ্ছে। কিন্তু অর্জুন সদ্য শুরু করেছে কেরিয়ার। ঘণ্টায় ১৩৫ কিমি বেগে বল করতে পারবে অর্জুন। ও ভাল ব্যাটও করতে পারে। আগামী ২-৩ বছরের মধ্যে ভাল প্লেয়ার হয়ে উঠতে পারে অর্জুন।” কয়েকমাস আগে রনজি ট্রফির অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেছিলেন শচীন-পুত্র। মুম্বই ইন্ডিয়ান্সও একটি ক্লিপ পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে অর্জুন বড় শট খেলছেন নেটে। 

[আরও পড়ুন: চিনের ক্লাব ছেড়ে দিল লোবেরাকে, কিন্তু পাচ্ছে না ইস্টবেঙ্গল]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement