Advertisement
Advertisement
Shoaib Akhtar Umran Malik

‘আমার রেকর্ড ভেঙো তুমি’, উৎসাহের পাশাপাশি উমরানের জন্য সতর্কবার্তা শোয়েবের

শোয়েবের দ্রুতগতির বলের রেকর্ড ২০ বছর ধরে অক্ষত।

Former Pakistan pacer Shoaib Akhtar had some special advice for India pacer Umran Malik । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:March 17, 2023 4:00 pm
  • Updated:March 17, 2023 4:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শোয়েব আখতারকে (Shoaib Akhtar) গতিদানব বললেও অত্যুক্তি করা হবে না। বল হাতে তিনি যখন দৌড় শুরু করতেন, তখন ব্যাটসম্যানের পা কাঁপত। ইডেন গার্ডেন্সে রাহুল দ্রাবিড়ের উইকেট ছিটকে দিয়েছিলেন।

রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের প্রথম বলেই শচীনের উইকেট গড়াগড়ি খেয়েছিল। ২০০৩ বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘণ্টায় ১৬১ কিমি বেগে বল করেছিলেন শোয়েব। এহেন শোয়েব আরেক তরুণ স্পিডস্টারকে পরামর্শ দিয়েছেন। গতি কীভাবে বাড়াতে হবে? কীভাবে অনুশীলন করতে হবে সেই ব্যাপারেও অমূল্য পরামর্শ দিয়েছেন শোয়েব। এই তরুণ স্পিডস্টার ভারতের। তিনি উমরান মালিক (Umran Malik)।

Advertisement

[আরও পড়ুন: ‘শচীনই সেরা, কোহলিকে কি আক্রম-ম্যাকগ্রাদের সামলাতে হয়েছে?’ ‘বিরাট’ প্রশ্ন সাকলিনের]

 

তাঁর সম্পর্কে শোয়েব বলছেন, ”ও খুবই ভাল। শারীরিক দিক থেকে শক্তিশালী এবং দুর্দান্ত রান আপ। আর্ম স্পিডও দারুণ। শানাকাকে যে বলে আউট করেছিল, তা সবারই মনে থাকার কথা। সাহসের সঙ্গে বল করুক উমরান। জোরে বোলিং করার কৌশল শিখে নিক। টেকনিক্যাল ব্যাপারগুলোও শিখে নিতে হবে উমরানকে। সব সময়ে জোর বল করে যেতে হবে। হাল ছাড়লে চলবে না। আগ্রাসন হারিও না কখনও। খেলতে নামলে মাঠের মালিক তুমিই। নিয়ম ভেঙো না, অনুশীলন করো।”

ভারতে ক্রিকেট সেরা বক্স অফিস। এখানে ক্রিকেটাররা তারকার মর্যাদা পান। পাকিস্তানের প্রাক্তন পেসার অনুজ স্পিডস্টারকে বলছেন, ”ইউ আর প্লেয়িং ফর আ গ্রেট কান্ট্রি। ভারতের মানুষরা ক্রিকেটারদের শ্রদ্ধা করে, ক্রিকেটারদের ভাল মন্দ নিয়ে চিন্তাভাবনা করে। মানুষের অনুভূতি যেন ধাক্কা না খায়, সেদিকে নজর রাখতে হবে। সিংহ হৃদয় নিয়ে বল করতে হবে।”

অগ্রজ বোলার হিসেবে অনুজ উমরানকে সাহায্য করতে চান শোয়েব। বলের গতি কীভাবে আরও বাড়াতে পারেন উমরান, সেই উপায়ও জানিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। শোয়েব বলেছেন, ”আমি ২৬ গজ দৌড়ে বল করতাম। উমরান ২০ গজ দৌড়য়। ২৬ গজ দৌড়ে বল করলে ওর পেশির গঠন বদলাতে হবে। আরও মজবুত পেশি হতে হবে। আমার মনে হয় আগামিদিনে ও আরও অনেক কিছু শিখে নেবে। আমাকে কোনওভাবে প্রয়োজন হলে আমি সাহায্য করতে প্রস্তুত। আমার দ্রুতগতির বলের রেকর্ড ২০ বছর ধরে অক্ষত রয়েছে। তুমি এই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়। প্রথম ব্যক্তি হিসেবে তোমাকে আমি আলিঙ্গন করে চুম্বন করবো।”

উল্লেখ্য, ২০২২ সালের জুনে ভারতের হয়ে অভিষেক হয় উমরানের। আটটি ওয়ানডেতে ১৩টি উইকেট নিয়েছেন। আটটি টি-টোয়েন্টি থেকে ১১টি উইকেটের মালিক উমরান। ওয়ানডে বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার জন্য লড়বেন ভারতের এই তরুণ স্পিডস্টার।

[আরও পড়ুন: ‘আইপিএলের থেকে এগিয়ে বিগ ব্যাশ’, বাবর আজমের মন্তব্য শুনে হেসে খুন হরভজন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement