সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কে প্রাক্তন পাক ক্রিকেটার আবদুল রাজ্জাক (Abdul Razzaq)। নিজের দেশের মহিলা ক্রিকেটার নিদা দারের উদ্দেশে নারীবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ উঠল পাকিস্তানের (Pakistan) প্রাক্তন এই অলরাউন্ডারের বিরুদ্ধে। যদিও নেটিজেনদের কাছে পালটা কথাও শুনতে হয়েছে রাজ্জাককে। অনেক ক্রিকেটভক্তই তাঁর এই মন্তব্যের সমালোচনায় মুখর হয়েছেন।
ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, সম্প্রতি একটি অনুষ্ঠানে একসঙ্গেই উপস্থিত হয়েছিলেন আবদুল রাজ্জাক এবং পাকিস্তান মহিলা ক্রিকেট দলের সদস্য নিদা দার। খেলার জগতে মহিলাদের অবদান নিয়ে আলোচনা চলছিল। তখনই কথা বলতে বলতে নিদার নামে নারীবিদ্বেষী মন্তব্যটি করেন রাজ্জাক। তিনি বলেন, দারের মতো মহিলা ক্রিকেটাররা পুরুষদের সঙ্গেও প্রতিযোগিতায় নামতে পারেন। তাঁরা যে যেকোনও কাজ করতে সক্ষম সেকথাও প্রমাণ করতে পিছপা হন না। কিন্তু এরপরই বিতর্কিত মন্তব্যটি করে বসেন রাজ্জাক। দারের হাত অনেকটাই পুরুষালি এবং মহিলা ক্রিকেটারদের অনেকেই বিয়ে করতে উৎসাহিত হন না।
রাজ্জাককে বলতে শোনা যায়, “মহিলারা যখন ক্রিকেটার বনে যান, তখন তাঁরা পুরুষদের সঙ্গে সমানভাবে টক্কর দেওয়ার চেষ্টা করেন। ওঁরা প্রমাণ করতে চান শুধু পুরুষরা নন, তাঁরাও যেকোনও কাজ করতে সক্ষম। ওঁদের বিয়ে করার ইচ্ছেও থাকে না। এমনকী ওই ক্রিকেটারদের সঙ্গে হাত মেলালে আপনি বুঝতেই পারবেন না, ওটা পুরুষ না মহিলার হাত।” আর রাজ্জাকের এই মন্তব্যটি নিয়েই তীব্র বিতর্ক তৈরি হয়। এরপরই সোশ্যাল মিডিয়ায় তাঁর এই মন্তব্য নিয়ে সমালোচনায় মুখর হন নেটিজেনরা। বিভিন্ন মহল থেকে প্রত্যেকে তাঁর এই ধরনের মন্তব্যের নিন্দাও করেন।
Shameful ridicule of a young cricket player by Abdul Razzaq. When you have played for the national team & have some level of respect, you should use that to encourage young cricketers, especially women, instead of shaming them based on gender stereotypes.pic.twitter.com/CtemldIcNb
— Usama Khilji (@UsamaKhilji) July 14, 2021
Nida Dar should have slammed these people right there. The saddest part is lady in pink was just as complicit as others. Who gives Razzak the right to make fun of a junior just because she’s a woman? Imagine what would have been the reaction if it was the other way around. https://t.co/muLKpD6kZy
— Ariba Jalbani (@AribaJB) July 15, 2021
Nida Dar is one of Pakistan’s finest cricketers. Abdul Razzaq and these others gang up to try to reduce her to marriage, hairstyles and femininity. Shows that women can be national heroes but will still be measured up against traditional societal expectations and gender roles. https://t.co/iX9eKiNQdI
— Shiza Malik (@Shiza__Malik) July 15, 2021
Nida Dar is the first Pakistani female cricketer to take 100 wickets in T20Is. The way all people here attacking her is so disturbing. More power to Nida Dar! She managed to remain calm and composed. pic.twitter.com/UrVp0FAuBy
— Shiraz Hassan (@ShirazHassan) July 15, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.