Advertisement
Advertisement
Pakistan Cricket Team

ভারতকে ‘টুকে’ দাও! বেহাল পাক ক্রিকেট বাঁচাতে দাওয়াই প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট হারের পর থেকেই বিপাকে পাক ক্রিকেট।

Former Pak cricketer wants Pakistan Cricket Team to copy Indian Cricket system
Published by: Anwesha Adhikary
  • Posted:August 29, 2024 2:12 pm
  • Updated:August 29, 2024 3:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট হারের পর থেকেই বিপাকে পাক ক্রিকেট। সেদেশের প্রাক্তন ক্রিকেটাররা তোপ দাগছেন বোর্ডকে। সমালোচনার মুখে দলের ক্রিকেটাররাও। এহেন সংকট কাটাতে অভিনব উপায় বাতলালেন বাসিত আলি। প্রাক্তন পাক ক্রিকেটারের দাওয়াই, ভারত যা যা করে সেটাই ‘টুকে’ দেওয়া উচিত পাকিস্তানের (Pakistan Cricket Team)। তবেই ঘুরে দাঁড়াতে পারবে পাক ক্রিকেট। উল্লেখ্য, দিনকয়েক আগে আরেক প্রাক্তন পাক তারকা রামিজ রাজা বলেছিলেন যে ভারতের ব্যাটিং তাণ্ডবেই আত্মবিশ্বাস হারিয়েছে পাক বোলাররা।

কেন পাকিস্তান দলের এমন দুর্দশা? তার কারণ বিশ্লেষণ করতে নিজের ইউটিউব চ্যানেলে মুখ খুলেছেন বাসিত আলি। প্রাক্তন ব্যাটারের মতে, ক্রিকেটার তুলে আনার ক্ষেত্রেই গলদ রয়েছে পাকিস্তানে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে ঘরোয়া টুর্নামেন্ট থেকেই ক্রিকেটাররা উঠে আসেন, পাকিস্তানও সেভাবেই এগোতে চাইছে বলে মনে করেন বাসিত। তাঁর মতে, এই প্রক্রিয়া অতীতে সফল হলেও এখন আর উন্নতি হচ্ছে না পাক ক্রিকেটে।

Advertisement

[আরও পড়ুন: বন্যায় বিধ্বস্ত গুজরাট, ঘরবন্দি বিশ্বকাপের দলে থাকা ভারতীয় স্পিনার

সেই সমস্যা কাটাতেই ভারতের দ্বারস্থ হওয়া উচিত বলে দাবি বাসিতের। ইউটিউব চ্যানেলে তিনি বলেন, “বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হওয়ার পরে চ্যাম্পিয়ন্স কাপ হবে। ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট। এভাবে বিদেশে ঘরোয়া ক্রিকেট হয়। কিন্তু আমাদের পাশেই রয়েছে ভারত। তাদের সিস্টেমটাও তো অনুসরণ করা যায়?” বাসিত বলছেন, কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে দলীপ ট্রফি। চারদিনের ম্যাচ খেলে ক্রিকেটাররা প্রস্তুতি নিচ্ছেন বলেই বাড়ছে ভারতের সাফল্য।

উল্লেখ্য, শুক্রবার থেকে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে পাকিস্তান। দুই ম্যাচের সিরিজে ইতিমধ্যেই এক ম্যাচ হেরে পিছিয়ে রয়েছেন বাবর আজমরা। যদি এই ম্যাচে পাকিস্তান হারে বা ড্র করে তাহলে সিরিজ হাতছাড়া হবে। মরণবাঁচন ম্যাচের জন্য পাকিস্তান এ দল থেকে আবরার আহমেদ এবং কামরান গুলামকে ডাকা হয়েছে। নতুন মুখ এনে কি সিরিজে মানরক্ষা করতে পারবে পাকিস্তান?

[আরও পড়ুন: শামিকে রেখেই রনজির প্রাথমিক দল বাংলার, প্রত্যাবর্তন ঋদ্ধিরও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement