Advertisement
Advertisement

Breaking News

‘প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে…’, মুখ ফসকে পিএসএল’কে ‘আইপিএল’ বলে মহাফ্যাসাদে প্রাক্তন পিসিবি প্রধান

নিজের ভুল পর্যন্ত বুঝতে পারেননি তিনি।

Former Pak cricketer under pressure to call PSL 'IPL'

ছবি এক্স

Published by: Prasenjit Dutta
  • Posted:April 23, 2025 6:09 pm
  • Updated:April 23, 2025 6:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরীর পিএসএলে। কিন্তু মন কি আইপিএলে? ঘটনা অনেকটা তেমনই। পাকিস্তান সুপার লিগের একটি ম্যাচে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল। একে একে নাম ডাকছিলেন উপস্থাপক রামিজ রাজা। ম্যাচের সেরা ক্যাচের পুরস্কার দিতে গিয়ে রীতিমতো ঢোক গিলতে হল তাঁকে। সেখানেই পিএসএল’কে ভুল করে আইপিএল বলে বসলেন। যা নিয়ে রীতিমতো হাসির খোরাক রামিজ। কেবল তাই নয়, নিজ দেশের নেট নাগরিকদের কাছে প্রবল সমালোচনাও হজম করতে হয়েছে তাঁকে।

Advertisement

ঠিক কী হয়েছিল? মঙ্গলবার পিএসএলে মুখোমুখি মুলতান সুলতানস এবং লাহোর কালান্দার্স। দুর্দান্ত ক্যাচ নেন মুলতান সুলতানসের জোশুয়া লিটল। কালান্দার্স ব্যাটার ফখর জামান ধরা পড়েন এই আইরিশ ক্রিকেটারের হাতে। সেরা ক্যাচের পুরস্কার নিতে ডাকা হয় লিটলের নাম। সেখানেই একেবারে ঘেঁটে ঘ রামিজ রাজা। তিনি বলেন, “কি অসাধারণ ক্যাচ! এটাই সম্ভবত আইপিএলের সেরা ক্যাচ।” নিজের ভুল পর্যন্ত বুঝতে পারেননি রাজা। তাই ভুল শুধরে নেওয়ারও কোনও ব্যাপার ছিল না।

এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। সেখানে কেউ কেউ রামিজকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা বলেছেন। কারওর আবার অভিযোগ, “আইপিএল’কে প্রোমোট করছেন ধারাভাষ্যকার রামিজ রাজা।” আরেক নেটিজেন বলছেন, ‘ইচ্ছাকৃতভাবে এমন বলেছে রামিজ। যাতে গোটা বিশ্বকে বোকা বানাতে পারে। কারণ রামিজের কাছে পিএসএলের কোনও মূল্য নেই।’

উল্লেখ্য, লাহোর কালান্দার্সকে ৩৩ রানে পরাজিত করেছে মুলতান সুলতানস। প্রথমে ব্যাট করে মুলতান ২২৯ রান করে। জবাবে শাহিন আফ্রিদির নেতৃত্বাধীন লাহোর ২০ ওভারে ১৯৫ রানের বেশি তুলতে পারেনি। জশ লিটল ক্যাচ অফ দ্য ম্যাচ হিসেবে ২ লক্ষ  পাকিস্তানি মুদ্রার আর্থিক পুরস্কার পেয়েছেন। জশ লিটল অনবদ্য ক্যাচ নিয়ে ২ লক্ষ টাকা আর্থিক পুরস্কার পেয়েছেন। তবে, সেসব ছাপিয়ে চর্চায় প্রাক্তন পিসিবি প্রধান রামিজের ‘ভুল’।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub