Advertisement
Advertisement
Shahid Afridi

Afghanistan Crisis: ‘মহিলাদের কাজ করতে দিচ্ছে’, তালিবানের প্রশংসা করে বিতর্কে আফ্রিদি

'শুভ চিন্তা' নিয়ে ক্ষমতায় এসেছে তালিবান, মত প্রাক্তন পাক ক্রিকেটারের।

Former Pakistan cricketer Shahid Afridi backs Taliban, says it came with positive mindset | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:August 31, 2021 11:18 am
  • Updated:August 31, 2021 12:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন সেনা আফগানিস্তান (Afghanistan) ছেড়ে চলে যাওয়ার আগেই ক্ষমতা দখল করেছে তালিবান (Taliban)। এর আগে এই জঙ্গিগোষ্ঠীর সমর্থনে মুখ খুলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আর এবার তাদের সমর্থন করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। তাঁর কথায়, ইতিবাচক মানসিকতা নিয়েই ক্ষমতায় এসেছে তালিবরা। এমনকী মহিলাদেরও তারা নাকি কাজ করতে দেবে। তালিবান জঙ্গিগোষ্ঠীকে নিয়ে আফ্রিদির এই মন্তব্যের পরই তীব্র বিতর্ক দেখা দিয়েছে।

গত সোমবার সংবাদমাধ্যমের সামনে তালিবান নিয়ে মন্তব্য করেন আফ্রিদি৷ তাঁর মন্তব্যের জেরে চমকে গিয়েছেন সকলেই৷ সংবাদমাধ্যমকে আফ্রিদি জানিয়েছে, “তালিবানরা ইতিবাচক মানসিকতা নিয়ে ক্ষমতায় এসেছে৷ তারা মেয়েদের কাজ করতে দেবে। এমনকী মহিলাদের রাজনীতিতে প্রবেশেও বাধা দেবে না। ক্রিকেটকেও ওরা সমর্থন করে। আমার মনে হয়, তালিবানরা ক্রিকেট খেলা প্রচণ্ড পছন্দ করে৷”

Advertisement

[আরও পড়ুন: ডেডলাইন শেষের আগেই Afghanistan ছাড়ল মার্কিন সেনা, ‘পূর্ণ স্বাধীনতা’ দেখছে Taliban]

আফ্রিদির এই মন্তব্যের ভিডিও টুইট করেন পাক সাংবাদিক নায়লা ইনায়াত। তারপরই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায়।

 

এর আগে গত জুলাই মাসে পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) মন্তব্য করেছিলেন তালিবানরা (Taliban) সাধারণ নাগরিক। তারা মোটেই জঙ্গি নয়। কী করে পাকিস্তান (Pakistan) তাদের হত্যা করতে পারে। জঙ্গি গোষ্ঠীকে সাহায্য করতে অন্তত ১০ হাজার পাক সেনা আফগানিস্তানে গিয়েছে, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। সেপ্রসঙ্গে প্রশ্ন করা হলে এক টিভি সাক্ষাৎকারে এই কথা বলেছিলেন তিনি। তাঁর কথায়, ‘‘এসব কথা একেবারেই ভিত্তিহীন। ওরা এর কোনও প্রমাণ দিতে পারবে? দেখুন তালিবানরা সাধারণ নাগরিক। পাকিস্তানে ৩০ লক্ষ আফগান শরণার্থী থাকেন। যদি সেই শিবিরে তালিবানও থাকে, তাহলে তাদের খুঁজে বের করে হত্যা করতে পারে কি পাকিস্তান?’’

[আরও পড়ুন: জন্মাষ্টমীর দিনই পাকিস্তানের মন্দিরে দুষ্কৃতীদের হামলা, ভাঙা হল কৃষ্ণমূর্তি!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement