Advertisement
Advertisement

Breaking News

Hardik Pandya

‘চোট লুকিয়ে রেখেছে পাণ্ডিয়া’, মুম্বই অধিনায়ককে বল করতে না দেখে সন্দিহান ডুল

আইপিএলের প্রথম দিন থেকে বিতর্কের কেন্দ্রে হার্দিক।

Former New Zealand star Simon Doull apprehends Hardik Pandya's fitness amid IPL bowling absence

হার্দিক পাণ্ডিয়া। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:April 13, 2024 10:13 am
  • Updated:April 13, 2024 10:13 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) ফিটনেস নিয়ে বড় সড় প্রশ্ন তুলে দিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন বোলার সাইমন ডুল। মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ককে বল করতে দেখা যাচ্ছে না। আর এই কারণেই সাইমন ডুলের (Simon Doull) সন্দেহ কোথাও একটা গোলমাল রয়েছে হার্দিকের। মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক তা স্বীকার করতে চাইছেন না।
মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া অলরাউন্ডার। ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর বোলিংয়ের দিকেও তাকিয়ে থাকে দল। কিন্তু এবারের আইপিএলে দেখা যাচ্ছে হার্দিক বল হাতে নিয়মিত নন। ডুল বলছেন, ”প্রথম ম্যাচে বল হাতে ওপেন করলেও তার পরে আর হার্দিককে দরকার পড়ছে না। হার্দিক পাণ্ডিয়ার চোট রয়েছে। ও স্বীকার করছে না। তবে আমি নিশ্চিত ওর কোথাও একটা সমস্যা রয়েছে।” 

[আরও পড়ুন: মাঠের মধ্যেই কানে হাত! হঠাৎ কেন দর্শকদের কাছে ‘ক্ষমা’ চাইলেন কোহলি?]

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে এক ওভার হাত ঘুরিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। ১৩ রান দেওয়ার পরে আর বল করতে দেখা যায়নি মুম্বই ইন্ডিয়ান্সকে।
আইপিএলের শুরু থেকে হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে বিতর্ক আর বিতর্ক। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিকের হাতে তুলে দেওয়া হয়েছে নেতৃত্বের ব্যাটন। তার পর থেকেই ভক্ত-অনুরাগীদের তোপের মুখে হার্দিক। প্রতিটি ম্যাচেই নিয়ম করে হার্দিক পাণ্ডিয়ার দিকে গ্যালারি থেকে উড়ে আসছে সমর্থকদের গালমন্দ। হার্দিকের পাশে দাঁড়িয়ে কটাক্ষ থামানোর অনুরোধ করেন বিরাট। এবার সাইমন ডুলের নিশানায় হার্দিক পাণ্ডিয়া।

Advertisement

[আরও পড়ুন: ওপেনার নারিনের পুনর্জন্ম, নেপথ্যে গম্ভীরের ‘মাস্টারস্ট্রোক’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement