সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা নাইট রাইডার্স ও শাহরুখ খান। এ যেন সমার্থক। বহু মহাতারকা খেলেছেন কেকেআরে। দল ছাড়লেও অনেকে এখনও আইপিএলের বিভিন্ন দলে খেলেন। তাঁদের মধ্যে অন্যতম প্যাট কামিন্স। নাইট শিবিরে তিনি ছিলেন সব মিলিয়ে চার বছর। অথচ প্রথম যখন কিং খানের সঙ্গে তাঁর পরিচয় হয়, তখন তাঁকে চিনতেনই না অজি তারকা।
প্রথমবার কামিন্স কেকেআরে আসেন ২০১৪ সালে। পরের বছরও তিনি নাইটদের বেগুনি জার্সি পরে খেলেছিলেন। তার পর একবছর খেলেছিলেন দিল্লিতে। ২০২০-র নিলামে ১৫.৫ কোটি টাকা দিয়ে কামিন্সকে ফের তুলে নেয় শাহরুখ খানের দল। ২০২১ ও ২০২২ সালে কেকেআরে খেলার পর চলে যান সানরাইজার্স হায়দরাবাদে। তার জন্য মিনি নিলামে ২০ কোটি টাকা ব্যয় করতে হয় সানরাইজার্সকে। গত মরশুমের ফাইনালে পুরনো দলের বিরুদ্ধে ফাইনালে নামেন তিনি। সেখানে অবশ্য জয় পায় নাইট রাইডার্সই।
সেসব তো একেবারে সাম্প্রতিক সময়ের কথা। কিন্তু কামিন্স বলছেন প্রথমবার শাহরুখ খানকে দেখার অভিজ্ঞতার কথা। তখন তিনি চিনতেনই না বলিউডের বাদশাকে। অস্ট্রেলিয়ার অধিনায়ক বলছেন, “আমি জানি এই কথাটা বললে বিপদে পড়ব, কিন্তু যখন আমি প্রথম শাহরুখ খানকে দেখি, তখন তাঁর সম্বন্ধে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না। আমার বয়স তখন ১৮-১৯ বছর। আমি কখনই তার আগে বলিউডের সিনেমা দেখিনি। প্রথমবার দেখে মনে হয়েছিল, মানুষটা বেশ মজার। তাছাড়া একটা আলাদা প্রভাব ছিল ওঁর মধ্যে। ওঁর পাশে কয়েকজন নিরাপত্তারক্ষীও ছিলেন।”
কেমন ছিল সেই অভিজ্ঞতা? কামিন্সের মতে, “আমি ভাবছিলাম, এই মানুষটার মধ্যে নিশ্চয়ই আলাদা কোনও ক্ষমতা আছে। খুবই মজার মানুষ। দলের মালিক ও নেতা হিসেবে ওঁর থেকে ভালো কেউ হতেই পারে না। উনি শুধু বলেছিলেন, স্বাধীনভাবে খেলো, মজা করো। অন্য অনেক দলের মালিক একটা চাপের মধ্যে থাকেন। কিন্তু শাহরুখ থাকলে কোনও চাপই থাকে না।”
Reason why #KKR is one of the best team to play in IPL & Why Shahrukh Khan is undoubtedly the best owner of any ipl team. pic.twitter.com/xHbjQk79DV
— Raazi (@Crick_logist) November 9, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.