Advertisement
Advertisement

Breaking News

Phil Salt

আইপিএল রিটেনশনে রাখেনি কেকেআর, রাসেলদের বিরুদ্ধেই বিশ্বরেকর্ড ফিল সল্টের

মেগা নিলামের আগে বার্তাও দিয়ে রাখলেন ইংল্যান্ডের ব্যাটার।

Former KKR cricketer creates world record vs West Indies before IPL mega auction

ফিল সল্ট। ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:November 10, 2024 7:51 pm
  • Updated:November 10, 2024 7:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মরশুমে কেকেআরের আইপিএল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ফিল সল্টের। এবার তাঁকে রিটেন করেনি শাহরুখ খানের দল। কিন্তু সল্টের ব্যাটে আগুন ছড়ানোর কমতি নেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিধ্বংসী সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়লেন তিনি। সেই সঙ্গে মেগা নিলামের আগে বড়সড় বার্তাও দিয়ে রাখলেন।

কেকেআরের জার্সিতে গত মরশুমে ১২ ম্যাচে ৪৩৫ রান করেছিলেন সল্ট। স্ট্রাইকরেট ১৭৫.৫৪। সুনীল নারিনের সঙ্গে জুটি বেঁধে বহু ম্যাচে নাইটদের জয়ের পথ তৈরি করে দিয়েছিলেন ইংল্যান্ডের ব্যাটার। এমনকী উইকেটকিপার হিসেবেও ম্যাচ জেতানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। কিন্তু মেগা নিলামের আগে আইপিএলে যে ৬ জন তারকাকে কেকেআর রিটেনশন করেছে, সেখানে নেই সল্টের নাম। বিদেশিদের মধ্যে আছে আন্দ্রে রাসেল ও সুনীল নারিনের নাম।

Advertisement

এবার তাঁদের দেশ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই বিশ্বরেকর্ড গড়লেন সল্ট। নারিন যদিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু আন্দ্রে রাসেলের সামনেই সেঞ্চুরি হাঁকালেন সল্ট। পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ করে ১৮২ রান। রাসেল ১৭ বলে ৩০ রান করেন। জবাবে ১৬.৫ ওভারে ২ উইকেট খুইয়ে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। ৫৪ বলে ১০৩ রান করেন সল্ট। মারেন ৯টি চার এবং ৬টি ছক্কা।

এই নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনটি সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন নাইট। এই তালিকায় তাঁর সামনে আছেন গ্লেন ম্যাক্সওয়েল, রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। ঘটনাচক্রে সল্টের তিনটি সেঞ্চুরিই এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। যে রেকর্ড আর কোনও ক্রিকেটারের নেই। ২০২৩-এ পর পর দুটি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০৯ ও ১১৯ করেছিলেন তিনি। এবার হাঁকালেন ১০৩ রান। সামনেই আইপিএলের মেগা নিলাম। সেখানে যে অনেক দলই তাঁর জন্য ঝাঁপাবে, সে কথা নির্দ্বিধায় বলা যায়। কেকেআরও কি তাদের প্রাক্তনীর জন্য ঝাঁপাবে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement