Advertisement
Advertisement
MS Dhoni

গাছ বাঁচানোর আরজি জানিয়ে নেটদুনিয়ায় তীব্র কটাক্ষের শিকার ধোনি

কেন রেগে গেলেন নেটিজেনরা?

Former Indian skipper MS Dhoni draws flak for saying ‘plant trees, save forests’ | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:June 26, 2021 4:37 pm
  • Updated:June 27, 2021 8:38 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। দেশবাসীর চোখের মণি। হবেন না-ই বা কেন। ক্রিকেটের বাইশ গজে দেশকে বারবার গর্বিত করেছেন তিনি। বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে তিন-তিনটি বিশ্বজয়ের খেতাব তাঁর ঝুলিতে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরও তাই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহ কম নয়। আর সেই ধোনিই কিনা এবার সোশ্যাল মিডিয়ায় পড়লেন তীব্র সমালোচনার মুখে! তাও আবার পরিবেশবান্ধব পরামর্শ দিয়ে।

সম্প্রতি স্ত্রী-কন্যা নিয়ে শিমলা ঘুরে গিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। মনোরম পরিবেশে তাঁর সাজানো বাড়ির ছবিও ইতিমধ্যেই সামনে এসেছে। চর্চায় ধোনির নতুন গোঁফের স্টাইলও। কিন্তু তারই মধ্যে বিতর্কে জড়ালেন মাহি। বিষয়টা তাহলে খোলসা করে বলা যাক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, কাঠের তৈরি একটি ঘরে দাঁড়িয়ে আছেন ধোনি। যেখানে একটি কাঠের পাটাতনের উপর লেখা, “গাছ লাগান, বন বাঁচান” (PLANT TREES SAVE FORESTS)। মারুন রঙের টি-শার্ট পরে সেই লেখাটির পাশেই হাসিমুখে পোজ দিয়েছেন ধোনি।

Advertisement

[আরও পড়ুন: Euro 2020: পেনাল্টি মিস করায় খুনের হুমকির মুখে সন্তান, বিস্ফোরক স্প্যানিশ তারকা মোরাতা]

ছবিটি দেখে অনেকেই প্রশংসা করেছেন। কিন্তু নেটিজেনদের একাংশ এই ছবি দেখে বেশ ক্ষুব্ধ। ছবি নিয়ে আপত্তি তুলে তাঁরা লিখেছেন, কী অদ্ভুত ব্যাপার! গাছ বাঁচানোর বার্তা দিচ্ছেন। অথচ সেই বার্তাই লেখা কাঠের পাটার উপর। আর সেই কারণেই বিরাগভাজন হয়েছেন মাহি। অনেকে আবার লিখেছেন, কাঠের কাফেতে দাঁড়িয়ে ধোনির গাছ বাঁচানোর বার্তা সত্যিই বড় হাস্যকর। আরও একধাপ এগিয়ে আরেক নেটিজেন আবার বলছেন, “এ ছবি দেখে মনে হচ্ছে, কোনও সিগারেট প্রস্তুতকারী কোম্পানি ক্যানসার হাসাপাতল তৈরি করেছে।” যদিও এসব ট্রোলে কখনওই কান দেন না ধোনি। এবারও দেননি। তিনি আছেন নিজের মেজাজেই।

[আরও পড়ুন: করোনার কোপে ভারত থেকে সরছে টি-২০ বিশ্বকাপ! IPL-এর দু’দিন পরই শুরু হতে পারে টুর্নামেন্ট]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement