Advertisement
Advertisement
Ravi Shastri

আরও জোরাল হল কোহলির ওয়ানডে নেতৃত্ব ছাড়ার জল্পনা, ইঙ্গিত দিলেন খোদ শাস্ত্রী

কী জানালেন ভারতীয় দলের সদ্য প্রাক্তন কোচ?

Former Indian coach Ravi Shastri hints on Virat Kohli's ODI captaincy | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:November 12, 2021 9:51 pm
  • Updated:November 13, 2021 1:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টির পর এবার কি ওয়ানডে নেতৃত্বও ছাড়তে চলেছেন বিরাট কোহলি? ভারতীয় দলের সদ্য প্রাক্তন কোচ রবি শাস্ত্রী কিন্তু এবার সে ইঙ্গিতই দিয়ে দিলেন। অর্থাৎ তাঁর ইঙ্গিত সত্যি হলে শীঘ্রই হয়তো সীমিত ওভারে টিম ইন্ডিয়াকে সামলাবেন অন্য কোনও তারকা।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup 2021) আগেই কোহলি জানিয়েছিলেন, এই টুর্নামেন্টের পরই কুড়ি-বিশের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন। বিশ্বকাপের ব্যর্থতা নিয়েই টি-টোয়েন্টিতে নেতৃত্বে ইতি টানলেন কোহলি (Virat Kohli)। তবে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে দলের ভার এখনও তাঁর কাঁধেই রয়েছে। যদিও বিশ্বকাপ চলাকালীনই শোনা যায়, টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে-তেও নতুন কোনও অধিনায়ক চাইছেন নয়া কোচ রাহুল দ্রাবিড়। তারপর থেকেই জল্পনা শুরু হয়ে যায়, টি-টোয়েন্টির পর কি তবে ৫০ ওভারের ক্রিকেটের অধিনায়কত্বও খোয়াবেন তিনি? এবার শাস্ত্রীর মন্তব্যে সেই জল্পনাই আরও জোড়াল হল।

Advertisement

[আরও পড়ুন: দাউদ ঘনিষ্ঠ গ্যাংস্টারের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল হার্দিক পাণ্ডিয়ার বিরুদ্ধে]

একটি সর্বভারতীয় ইংরাজি সংবাদমাধ্যমকে শাস্ত্রী (Ravi Shastri) বলেন, “গত পাঁচ বছরে বিরাট কোহলির নেতৃত্বে লাল-বলের ক্রিকেটে ভারত এক নম্বরে পৌঁছে গিয়েছে। তাই ওর যদি মনে হয় নেতৃত্ব দিয়ে ও ক্লান্ত কিংবা ব্যাটিংয়ে বেশি মনোনিবেশ করতে চায়, যা অদূর ভবিষ্যতে হতেই পারে, তবে সেটা ও-ই ঠিক করবে। তবে এক্ষুণি এমনটা না হলেও আগামিদিনে হতেই পারে।” এরপরই যোগ করেন, “ওয়ানডের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে। রিবাট বলতে পারে যে ও শুধু টেস্ট অধিনায়কত্বকেই গুরুত্ব দিতে চায়। শারীরিক ও মানসিক সব দিক বিচার করেই নিশ্চয়ই সিদ্ধান্তটা নেবে।”

ভারতীয় ক্রিকেটের অতীত ঘাঁটলে দেখা যাবে সাধারণ তিন ফরম্যাটে একজন ক্যাপ্টেনকেই বেছে নেয় বোর্ড। খুব বেশি হলে সীমিত ওভার এবং টেস্টে আলাদা অধিনায়ক থাকেন। তাই টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোয় কোহলির ওয়ানডে ক্রিকেটে নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেই যায়।

[আরও পড়ুন: T20 World Cup: পাকিস্তানকে সমর্থন করে কটাক্ষের শিকার সানিয়া, জুটল ‘দেশদ্রোহী’ তকমা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement