সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব ধরনের প্রতিনিধিত্ব মূলক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বরুণ অ্যারন। ঝাড়খণ্ড বিজয় হাজারে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পরই অবসর বার্তা জানালেন বরুণ। গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল জেতার পাশাপাশি প্রতি ঘণ্টায় ১৫০ কিমি গতিতে বল করার নজিরও আছে তাঁর। কেকেআরেও খেলেছেন তিনি।
ইনস্টাগ্রামে বরুণ লিখেছেন, ‘গত ২০ বছর ধরে আমি জোরে বল করার জন্য বেঁচেছি। নিজেকে ক্রমাগত উন্নত করার চেষ্টা করে গিয়েছি। আজ আন্তরিক কৃতজ্ঞতার সঙ্গে সমস্ত রকম প্রতিনিধিত্বমূলক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত জানাচ্ছি। জোরে বল করা আমার প্রথম ভালোবাসা। যেদিন আমি প্রথম মাঠে পা দিয়েছিলাম, সেদিন থেকে এটাই আমার জীবনের অংশ ছিল।’
তবে চোট-আঘাতের সমস্যা বারবার তাঁকে ভুগিয়েছে। ২০১০-১১ সালে বিজয় হাজারে ট্রফিতে প্রতি ঘণ্টায় ১৫০ কিমি গতিতে বল করেছিলেন তিনি। ভারতীয় দলে অভিষেক হয় ২০১১ সালে। কিন্তু চোটের জন্য নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। তিনি লিখেছেন, ‘বছরের পর বছর ধরে আমি নিজের শারীরিক ও মানসিক সীমাবদ্ধতাকে অতিক্রম করার চেষ্টা করেছি। যদিও চোট-আঘাতের সমস্যা জীবনের অঙ্গ ছিল। যে ফিজিও, ট্রেনার ও কোচেরা আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, তাঁদের আমি ধন্যবাদ জানাই।’
দেশের হয়ে ৯টি টেস্ট ম্যাচে ১৮টি উইকেট পেয়েছিলেন বরুণ। ৯টি ওয়ানডেতে উইকেট সংখ্যা ১১। ২০১৪-র টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও ছিলেন। আইপিএলে নাইট রাইডার্স, দিল্লি ডেয়ারডেভিলস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্সের মতো দলে খেলেছেন। ২০২২-এ আইপিএলও জেতেন।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.