Advertisement
Advertisement

Breaking News

Jhulan Goswami

নতুন দায়িত্বে ঝুলন, কিং খানের নাইট রাইডার্সের মেন্টর বাংলার প্রাক্তন ক্রিকেটার

নতুন চ্যালেঞ্জ ঝুলনের সামনে।

Former India pacer Jhulan Goswami has joined Trinbago Knight Riders as a mentor

নতুন দায়িত্ব বাংলার মেয়ে।

Published by: Krishanu Mazumder
  • Posted:July 13, 2024 11:56 am
  • Updated:July 13, 2024 11:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন দায়িত্ব পেলেন বাংলার প্রাক্তন মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী। মহিলাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি ত্রিনবাগো নাইট রাইডার্সের মেন্টর হলেন তিনি। নতুন দায়িত্ব পেয়ে খুশি ঝুলন। তিনি বলেন, ”দুর্দান্ত একটা ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে পেরে আমি অত্যন্ত খুশি। ভারতের মাটিতে বেশ ভালো পারফরম্যান্স তুলে ধরেছে নাইট রাইডার্স।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের মহিলা দলে যোগ দেওয়াটা আমার কাছে দারুণ এক ব্যাপার। আমাকে মেন্টর করার জন্য কেকেআর ম্যানেজমেন্টকে অসংখ্য ধন্যবাদ। এই টুর্নামেন্টের দিকে তাকিয়ে আমি।”
মহিলাদের প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্স দলের বোলিং কোচ এবং মেন্টরের ভূমিকা পালন করছেন ঝুলন। প্রথমবার বিদেশি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করবেন বাংলার প্রাক্তন এই ক্রিকেটার। 

[আরও পড়ুন: লিগের ডার্বির শতবর্ষ, গোল ধরে রাখাই চ্যালেঞ্জ মোহনবাগান কোচ কার্ডোজোর]

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অলরাউন্ডার দেবেন্দ্র ডটিন ত্রিনবাগোর দায়িত্বে। ভারতের জেমাইমা রডরিগেজ ও শিখা পাণ্ডে সদ্য যোগ দিয়েছেন দলের সঙ্গে। এছাড়াও অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং এবং জেস জোনাসেনও রয়েছেন নাইট রাইডার্স দলে। মহিলাদের আইপিএলে এই চার জন ক্রিকেটারকেই খেলতে দেখা গিয়েছে দিল্লি ক্যাপিটালসের হয়ে।
ঝুলন বলেন, ”ত্রিনবাগো নাইট রাইডার্সে যোগ দেওয়ার কথাবার্তা আমার সঙ্গে প্রথম শুরু হয় ভেঙ্কি মাইসোরের। শাহরুখ খান ও ভেঙ্কি মাইসোর স্যর আমাকে যেভাবে স্বাগত জানিয়েছেন, তাতে আমি সম্মানিত বোধ করছি।”
মহিলাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শুরু হবে ২১ আগস্ট। ২৯ আগস্ট শেষ হবে। তিনটি দল অংশ নেবে এই টুর্নামেন্টে।

Advertisement

[আরও পড়ুন: মরশুমের প্রথম বড় ম্যাচ, ডেভিড-বিষ্ণুরাই বাজি ইস্টবেঙ্গলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement