Advertisement
Advertisement

Breaking News

Vinod Kambli

মদ্যপ অবস্থায় বউকে পেটালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কাম্বলি! পুলিশের দ্বারস্থ স্ত্রী

স্বামীর অত্যাচারে মাথায় গুরুতর চোট পান স্ত্রী আন্দ্রে।

Former India cricketer Vinod Kambli booked for hitting wife | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:February 5, 2023 10:57 am
  • Updated:February 5, 2023 10:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইশ গজকে বহু বছর আগে বিদায় জানিয়েছেন। তা সত্ত্বেও মাঠের বাইরে নানা বিতর্কে জড়িয়ে মাঝেমধ্যেই শিরোনামে উঠে আসেন বিনোদ কাম্বলি। এবার স্ত্রীয়ের গায়ে হাত তোলার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।

বান্দ্রা পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার বেলা ১টা-দেড়টা নাগাদ বান্দ্রার (পশ্চিম) ফ্ল্যাটে মদ্যপ অবস্থায় ফেরেন কাম্বলি। সেই সময় বাড়িতেই ছিলেন স্ত্রী আন্দ্রে হেউইট। অভিযোগ, মদ্যপ অবস্থাতেই স্ত্রীয়ের উদ্দেশে অকথ্য গালিগালাজ করতে থাকেন। তাঁকে মারধর করতে উদ্যত হন। তাঁদের ১২ বছরের ছেলেও সেসময় সেখানে উপস্থিত ছিল। বাবাকে কোনওক্রমে আটকানোর চেষ্টা করে সে। কিন্তু নেশাগ্রস্থ অবস্থায় কোনও কথাই শুনতে রাজি হননি কাম্বলি। ছুটে গিয়ে রান্নাঘর থেকে হাতে তুলে নেন সসপ্যান। ছুঁড়ে মারেন আন্দ্রের দিকে।

Advertisement

[আরও পড়ুন: মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ! আইনি বিপাকে যোগগুরু রামদেব]

স্বামীর অত্যাচারে মাথায় গুরুতর চোট পান আন্দ্রে। তাঁকে ভাবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরই মুম্বই পুলিশের কাছে ছুটে যান আন্দ্রে। কাম্বলির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। বান্দ্রা পুলিশ জানিয়েছে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা শচীন তেণ্ডুলকরের ছোটবেলার বন্ধুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৪ ও ৫০৪ ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশকে আন্দ্রে জানিয়েছেন, কোনও কারণ ছাড়াই মদ্যপ অবস্থায় তাঁর ও তাঁর ছেলের উপর চড়াও হন কাম্বলি। প্রথমে সসপ্যানের হাতল দিয়ে মারেন। তারপর ব্যাট হাতে তুলে নিয়ে আক্রমণ করেন।

২০১৪ সালে বান্দ্রার একটি গির্জায় খ্রিস্টান মতে আন্দ্রের সঙ্গে চারহাত এক হয়েছিল কাম্বলির। যদিও তার অনেক আগেই খাতায়-কলমে বিয়ে সেরে ফেলেছিলেন তাঁরা। ২০১০ সালে সন্তানের বাবা হন কাম্বলি। এমনকী স্ত্রীকে ভালবেসে খ্রিস্ট ধর্মও গ্রহণ করেন তিনি। কিন্তু এবার সেই স্ত্রীয়ের গায়ে হাত তোলারই অভিযোগ উঠল প্রাক্তন ভারতীয় তারকার বিরুদ্ধে। উল্লেখ্য, গত বছরই মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। এবার গার্হস্থ্য হিংসার অভিযোগে আইনি বিপাকে কাম্বলি।

[আরও পড়ুন: চিনা সুন্দরীদের সঙ্গলাভের টোপ দিয়ে পাতা হচ্ছে ফাঁদ! সতর্ক করলেন গোয়েন্দারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement