Advertisement
Advertisement
Lalchand Rajput

ধোনিদের বিশ্বজয়ী দলের কোচ দায়িত্ব নিলেন এই দেশের, চুক্তি তিন বছরের

কোন দেশের দায়িত্ব গ্রহণ করলেন তিনি?

Former India cricketer Lalchand Rajput has been appointed head coach of the United Arab Emirates । Sangbad Pratidin

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দল। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:February 21, 2024 7:44 pm
  • Updated:February 21, 2024 7:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহির (UAE) হেড কোচ হলেন লালচাঁদ রাজপুত (Lalchand Rajput)। তিন বছরের চুক্তি তাঁর সঙ্গে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মুদাস্সর নজরকে সরিয়ে লালচাঁদ রাজপুতকে হেড কোচ করা হল সংযুক্ত আরব আমিরশাহির।

আন্তর্জাতিক পর্যায়ে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে লালচাঁদ রাজপুতের। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০০৭ বিশ্বকাপে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। সেই সময়ে ভারতীয় দলের কোচ ছিলেন লালচাঁদ রাজপুত। এর আগে জিম্বাবোয়ের কোচ ছিলেন রাজপুত। তাঁর জন্যই জিম্বাবোয়ে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে জিম্বাবোয়ে।

Advertisement

[আরও পড়ুন: প্রেমে ‘প্রত্যাখ্যাত’ হয়ে আত্মঘাতী মডেল, বিশ্বকাপজয়ী তরুণ ক্রিকেটারকে পুলিশি তলব]

২০১৬-১৭ মরশুমে আফগানিস্তানের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে লালচাঁদ রাজপুতের। ভারতের হয়ে লালচাঁদ রাজপুত দুটি টেস্ট ম্যাচ এবং চারটি ওয়ানডে খেলেন।
এমিরেটস ক্রিকেট বোর্ডের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে রাজপুতের বক্তব্য পাঠানো হয়েছে, ”সাম্প্রতিককালে অ্যাসোসিয়েট সদস্য হিসেবে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরশাহি। ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ভালো পারফরম্যান্সও করছে আমিরশাহি। বর্তমান দলটা দারুণ প্রতিভাবান। আমি এই দলটার সঙ্গে কাজ করতে চাই।”
রাজপুত আরও বলেন, ”সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেট ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। আমার লক্ষ্য একটাই। দলটা যেন ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স তুলে ধরতে পারে। পরবর্তী পর্যায়ে দলটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আশা রাখি আমি সফল হব।”

[আরও পড়ুন: ছবলে ছটি ছক্কা, নজির গড়লেন অন্ধ্রর ব্যাটার]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement