Advertisement
Advertisement
R Shridhar

আফগান ক্রিকেটে ফের ভারতীয় যোগ, এবার রশিদদের দায়িত্বে ভারতের প্রাক্তন ফিল্ডিং কোচ শ্রীধর

সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টের আগেই দায়িত্ব নেবেন শ্রীধর।

Former India Cricket Team coach R Shridhar named as Afghanistan team's assistant coach

আর শ্রীধর। ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:August 22, 2024 3:24 pm
  • Updated:August 22, 2024 3:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নামবে আফগানিস্তান। তবে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের গ্রেটার নয়ডায়। কিন্তু আফগানিস্তান ক্রিকেটের সঙ্গে এখানেই ভারতের যোগাযোগ শেষ হচ্ছে না। রশিদ খানদের দলের সহকারী কোচের দায়িত্ব সামলাতে দেখা যাবে আর শ্রীধরকে।

ভারতীয় ক্রিকেট দলে দীর্ঘদিন সহকারী কোচ ছিলেন শ্রীধর। রোহিত-বিরাটদের ফিল্ডিং কোচের ভূমিকাতেও ছিলেন তিনি। রবি শাস্ত্রী যখন ভারতের কোচ ছিলেন, তখনও শ্রীধর দায়িত্বে ছিলেন। এবার আফগানিস্তান ক্রিকেটের সহকারী কোচ হিসেবে কাজ করবেন তিনি। ইতিমধ্যেই সেই দেশের বোর্ড থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে আপাতত দুটি সিরিজের জন্য রাখা হচ্ছে তাঁকে।

Advertisement

[আরও পড়ুন: কবাডি কূটনীতি! ভারতের সঙ্গে পোল্যান্ডের সম্পর্কের মাধ্যম খেলাও, বক্তব্য মোদির]

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজও রয়েছে আফগানদের। সেখানেও দায়িত্বে থাকবেন শ্রীধর। তাঁর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির কথাও ভাবছে আফগান ক্রিকেট বোর্ড। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, “আফগানিস্তান ক্রিকেট বোর্ড শ্রীধরকে সহকারী কোচ হিসেবে নিযুক্ত করেছে। সামনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট ও দক্ষিণ আফ্রিকার তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজে দায়িত্বে থাকবেন তিনি। ভবিষ্যতে তাঁর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির পরিকল্পনা রয়েছে।”

[আরও পড়ুন: ঘোষিত এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্বের সূচি, ইস্টবেঙ্গলের গ্রুপে কারা?]

উল্লেখ্য, ২০২৪ থেকে ২০২১ সাল পর্যন্ত ভারতের কোচিং স্টাফ ছিলেন শ্রীধর। ২০২১-এ দ্রাবিড় দায়িত্বে আসার পর শ্রীধরের জায়গায় নিযুক্ত হন টি দিলীপ। এছাড়া ৩৫টি প্রথম শ্রেণির ম্যাচ ও হায়দরাবাদের হয়ে ১৫টি লিস্ট এ ম্যাচের অভিজ্ঞতা রয়েছে শ্রীধরের। এবার তাঁর কাধে আরও বড় দায়িত্ব। এর আগে ২০১৬ সালে লালচাঁদ রাজপুত আফগানিস্তান দলের কোচ ছিলেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement