Advertisement
Advertisement

Breaking News

RCB

‘শুধু সেলিব্রেশন আর আগ্রাসনে ট্রফি জেতা যায় না’, বিরাটকে ঠুকলেন প্রাক্তন সিএসকে তারকা

কে এই প্রাক্তন সিএসকে তারকা?

Former CSK player Ambati Rayudu slams RCB and Virat Kohli after their campaign ends in play off
Published by: Krishanu Mazumder
  • Posted:May 23, 2024 3:22 pm
  • Updated:May 23, 2024 3:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে রূপকথার প্রত্যাবর্তন ঘটিয়ে প্লে অফে পৌঁছেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গলুরু (RCB)। সেই আরসিবি রাজস্থান রয়্যালসের কাছে হেরে গিয়ে ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকে। তার পরেই আরসিবি ব্রিগেডকে একহাত নিয়েছেন অম্বাতি রায়ডু।

শুধু আরসিবিকে কটাক্ষ করেই ছাড়েননি অম্বতি রায়ডু। নাম না করে বিরাট কোহলিকেও ঠুকেছেন রায়ডু। চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ক্রিকেটার বলছেন, উদযাপন করে আর আগ্রাসন দেখিয়ে আইপিএল জেতা যায় না।

Advertisement

[আরও পড়ুন: ‘দল পরিবর্তন করে দেখুক বিরাট’, আরসিবি ছিটকে যাওয়ার পরে পরামর্শ প্রাক্তন তারকার]

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচ জিতে আরসিবি প্লে অফের টিকিট জোগাড় করেছিল। সিএসকে ম্যাচের প্রসঙ্গ উত্থাপ্পন করে অম্বাতি রায়ডু সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ”সেলিব্রেশন আর আগ্রাসন দেখিয়ে আইপিএল ট্রফি জেতা সম্ভব নয়। সিএসকে-কে হারিয়েও কেবল ট্রফি জেতা যায় না। আইপিএল ট্রফি জিততে হলে প্লে অফে ভালো খেলতে হবে।” প্লে অফেই মুখ থুবড়ে পড়ল আরসিবি।

রক্তের গতি বাড়িয়ে দেওয়া ম্যাচে চেন্নাইকে হারানোর পরে ভোর পাঁচটা পর্যন্ত উৎসব করেন কোহলিরা। সেই প্রসঙ্গের কথাই পরোক্ষে উল্লেখ করেছেন রায়ডু। সেই সঙ্গে বিরাট কোহলির আগ্রাসী ক্রিকেটকেও সমালোচনা করতে ছাড়েননি চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা। 

[আরও পড়ুন: ‘আত্মসম্মান বাঁচাতে খেলেছি’, আইপিএল থেকে বিদায়ের পর বলছেন বিরাট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement