ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবারের আইপিএলে দারুণ ছন্দে ছিলেন তিনি। এবার ফর্ম হারিয়েছেন। বিশ্বকাপের ১৫ জনের দলেও জায়গা হয়নি তাঁর। তিনি রিঙ্কু সিং। এবারের মেগা ইভেন্টে তাঁকে বিবর্ণই দেখাচ্ছে। দেশের প্রাক্তন ক্রিকেটার অশোক মালহোত্রা অবশ্য নাইট তারকা রিঙ্কুকে ফ্যাকাশে দেখানোয় কেকেআরকেই কাঠগড়ায় তুলছেন। যুক্তি দিয়ে মালহোত্রা বলছেন, ব্যাট করার সুযোগ পাচ্ছেন না রিঙ্কু। যখন তাঁকে ব্যাট করার সুযোগ দেওয়া হচ্ছে, তখন রিঙ্কুর ব্যাট বোবা থেকে যাচ্ছে।
এগারোটি ম্যাচে রিঙ্কু সেভাবে ব্যাটই করার সুযোগ পাননি। ১০১টি বল খেলেছেন। ১৪৮ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৪৬.৫৩। কেকেআর ম্যানেজমেন্টকে কাঠগড়ায় তুলে মালহোত্রা বলছেন, ”আমি কেকেআর ম্যানেজমেন্টের কথাই বলব। গতবার রিঙ্কু হিরো ছিল। এই বছর ব্যাট করারই ভালো করে সুযোগ পাচ্ছে না। যখন ওকে সুযোগ দেওয়া হচ্ছে, তখন রিঙ্কুকে বিবর্ণ দেখাচ্ছে। ফর্ম হারিয়েছে রিঙ্কু। ভালো ছন্দে একেবারেই নেই ও।”
এবারের টুর্নামেন্টে সুনীল নারিন ও ফিল সল্ট দুর্দান্ত শুরু করছেন। বাকিরাও বেশ ভালো পারফরম্যান্স তুলে ধরছেন। রিঙ্কু ফিনিশার। তিনি বেশি ব্যাট করার সুযোগ পাচ্ছেন না। অশোক মালহোত্রা বলছেন, ”গতবছর রানের মধ্যে ছিল রিঙ্কু। এবার ব্যর্থ হচ্ছে। অর্ধেক আইপিএল হয়ে গেল। রিঙ্কু ভালো করে ব্যাটই করতে পারল না। আমি কিন্তু কেকেআরকে দোষী সাব্যস্ত করব। কারণ ওরা রিঙ্কুকে সুয়োগই দেয়নি।”
বিশ্বকাপের ১৫ জনের দলে জায়গা হয়নি রিঙ্কুর। মালহোত্রা মনে করছেন, ”১৫ জনের দলে জায়গা পাওয়া উচিত ছিল রিঙ্কুর। ও ব্যাটিং অর্ডারে নিচের দিকে ব্যাট করে। ফিনিশার হিসেবে রিঙ্কু ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছে। ওর ক্ষমতা সম্পর্কে আমরা ওয়াকিবহাল।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.