সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেতন শর্মার ছেড়ে যাওয়া জুতোয় পা গলালেন অজিত আগরকর (Ajit Agarkar)। ভারতীয় ক্রিকেট দলের (পুরুষ) নির্বাচকপ্রধান হলেন প্রাক্তন ফাস্ট বোলার। মঙ্গলবারই বিসিসিআইয়ের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগরকর ছাড়াও নির্বাচকমণ্ডলীতে রয়েছেন শিবসুন্দর দাস, সলিল আঙ্কোলা, সুব্রত বন্দ্যোপাধ্যায় এবং এস শরথ।
অভিজ্ঞতার নিরিখে অজিত আগরকর অনেকটাই এগিয়ে ছিলেন। তাঁর নাম নিয়ে চলছিল জল্পনাও। সেই জল্পনাতে সিলমোহর পড়া ছিল স্রেফ সময়ের অপেক্ষা। বিসিসিআই (BCCI) সূত্রে খবর, এদিনই ভারতীয় ক্রিকেট বোর্ডের উপদেষ্টা কমিটির ইন্টারভিউ বোর্ডের মুখোমুখি হয়েছিলেন তিনি। তারপরই ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকপ্রধান প্রাক্তন ফাস্ট বোলারের নাম ঘোষণা করে বিসিসিআই।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে নির্বাচকপ্রধান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন চেতন শর্মা। তারপর থেকেই পদটি খালি পড়েছিল। ক্রিকেটের প্রশাসনিক পদে একবারে অনভিজ্ঞ নন অজিত আগরকর। কারণ ক্রিকেটে প্রশাসনিক অভিজ্ঞতাও রয়েছে তাঁর। মুম্বই সিনিয়র নির্বাচন কমিটির চেয়ারম্যানের পদে ছিলেন তিনি।
NEWS
: Ajit Agarkar appointed Chairman of Senior Men’s Selection Committee.
Details
https://t.co/paprb6eyJC
— BCCI (@BCCI) July 4, 2023
দেশের জার্সি গায়ে ২৬টি টেস্ট, ১৯১টি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলেছেন আগরকর। সব ফরম্যাট মিলিয়ে তাঁর ঝুলিতে রয়েছে ৩৪৯টি আন্তর্জাতিক উইকেট। শুধু হাত ঘুরিয়েই নয়, ব্যাটসম্যান হিসেবেও পেয়েছেন সাফল্য। করেছেন মোট ১৮৫৫ রান। একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলেও অংশ নিয়েছেন। হাই প্রোফাইল প্রাক্তন এই ভারতীয় অল-রাউন্ডার জাতীয় নির্বাচকপ্রধান পদের জন্য আবেদন করেছিলেন। সেই আবেদনই সিলমোহর দিল বিসিসিআই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.