Advertisement
Advertisement

Breaking News

Former Bengal player

মাত্র ৩৯ বছর বয়সেই প্রয়াত বাংলার প্রাক্তন ক্রিকেটার শুভজিৎ, শোকাহত ময়দান

২০১৪ সালে বিজয় হাজারে ট্রফিতে অভিষেক হয় শুভজিতের।

Former Bengal player Subhajit Banerjee passed away
Published by: Sulaya Singha
  • Posted:December 23, 2024 7:55 pm
  • Updated:December 23, 2024 8:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৩৯ বছরেই প্রাণ হারালেন বাংলার প্রাক্তন ক্রিকেটার শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ। প্রাক্তন ক্রিকেটারের প্রয়াণে শোকস্তব্ধ ময়দান।

জানা গিয়েছে, সোনারপুরের নোয়াপাড়ার বাসিন্দা ছিলেন শুভজিৎ। এদিন খাওয়া-দাওয়ার পর দুপুরে নিজের ঘরেই ঘুমাচ্ছিলেন। বিকেলে তাঁর বাবা ডেকে কোনও সাড়া পাননি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই চিকিৎসক এসে পরীক্ষা করে জানান, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শুভজিৎ। হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত হয়েছেন বলে নিশ্চিত করেন চিকিৎসকরা।

Advertisement

২০১৪ সালে বিজয় হাজারে ট্রফিতে অভিষেক হয় শুভজিতের। সেই সময় দলের অধিনায়ক ছিলেন লক্ষ্মীরতন শুক্ল। খেলেছেন রনজি ট্রফিতেও। বাংলার জার্সিতে তিনটি রনজি এবং চারটি লিস্ট এ ম্যাচ খেলেছেন শুভজিৎ। ব্যাটিংয়ের পাশাপাশি মাঝেমধ্যে বোলিং করতেও দেখা যেত তাঁকে। বাংলায় তাঁর ক্রিকেটজীবন বিশেষ দীর্ঘ না হলেও ইস্টবেঙ্গলের হয়ে দীর্ঘদিন খেলেছেন। সহ-অধিনায়ক এবং অধিনায়কের ভূমিকাও পালন করেছেন তিনি। গত বছর প্রথম শ্রেণির ক্লাব মিলন সমিতিতে সই করেছিলেন। 

শুভজিতের মৃত্যুসংবাদ পেয়েছেন লক্ষ্মীরতন শুক্লাও। এককালের সতীর্থর প্রয়াণে শোকপ্রকাশ করে বলেন, ওঁ ভালো ক্রিকেটার ছিলেন। সর্বোপরি একজন টিমম্যান ছিলেন। তাঁর এহেন অকালপ্রয়াণে শোকস্তব্ধ লক্ষ্মী। শোকাহত ময়দানও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement