Advertisement
Advertisement
Rohit Sharma

‘সব ভুলে যান, শুধু ভোলেন না…’ রোহিতের কোন গুণের প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রাক্তন কোচ?

সামনে থেকে নেতৃত্ব দেন রোহিত, মত ভারতের প্রাক্তন কোচের।

Former batting coach Vikram Rathour praises Rohit Sharma on his captaincy

রোহিত শর্মা। ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:August 19, 2024 2:18 pm
  • Updated:August 19, 2024 2:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ক। তবে ক্রিকেটীয় দক্ষতার পাশাপাশি আলোচনা হয় হিটম্যানের ভুলো মন নিয়েও। ক্রিকেট মাঠ হোক টিম হোটেল-একাধিকবার তাঁর ভুলে যাওয়ার ঘটনা দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। তবে যাই ভুলে যান না কেন, একটা জিনিস কিছুতেই ভোলেন না হিটম্যান। সেই বিষয়ে মুখ খুললেন জাতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।

কী সেই বিশেষ জিনিস? তার সঙ্গে জড়িয়ে রয়েছে অধিনায়কের দায়িত্ব। সম্প্রতি একটি পডকাস্টে রাঠোর বলেন, “কোনও অধিনায়ককে টিম মিটিং বা পরিকল্পনা তৈরিতে এতটা যুক্ত হতে কোনওদিন দেখিনি। ও হয়তো টসের সময় ব্যাট নেবে না বল নেবে ঠিক করতে ভুলে যায়। কখনও ফোন, আইপ্যাড বাসে ফেলে যায়। কিন্তু গেমপ্ল্যান কখনই ভোলেনি। ওর মতো কৌশল তৈরি করতে খুব কম লোকই পারে।”

Advertisement

[আরও পড়ুন: ঘরোয়া ক্রিকেটে জোড়া ছক্কায় ম্যাচ উইনার, জাতীয় দলে ফের কড়া নাড়ছেন ‘অবাধ্য’ ঈশান]

সেখানেই রোহিত শর্মার বিশেষত্ব। তাঁর সতীর্থরাও স্বীকার করেন, ভারতের অধিনায়ক মাথা ঠান্ডা করে ম্যাচের পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। রাঠোর বলছেন, “দলের স্ট্র্যাটেজি তৈরিতে ও অনেক সময় কাটায়। বোলারদের মিটিং হোক বা ব্যাটারদের, রোহিত তাতে উপস্থিত থাকে। সবার সঙ্গে বসে কথা বলে। বুঝতে চায়, তারা কী ভাবছে। প্লেয়ারদের জন্য প্রচুর সময় দেয় রোহিত।”

[আরও পড়ুন: ভরা মঞ্চে আচমকা জ্ঞান হারালেন ভিনেশ! ভারতীয় কুস্তিগিরের সুস্থতা নিয়ে চিন্তিত ভক্তরা]

তবে শুধু অধিনায়ক রোহিত নন (Rohit Sharma), ব্যাটার রোহিতের প্রশংসায় পঞ্চমুখ রাঠোর। কীভাবে নিজের ব্যাটিং প্রতিভা দিয়ে ও দলকে সামনে থেকে নেতৃত্ব হয়, সেই প্রসঙ্গও তুলে এনেছেন তিনি। রাঠোর বলেন, “ও অসাধারণ ব্যাটার। খেলাটা ও খুব ভালো বোঝে। মাঠে কী করতে হবে, সেটার ছবি ওর কাছে পরিষ্কার থাকে। সব সময় সামনে থেকে নেতৃত্ব দেয়। মাঠে ও এমন কিছু সিদ্ধান্ত নেয়, যেগুলো কোচ হিসেবে আমাদেরও চমকে দিত। মাঝেমধ্যে ভাবতাম, এগুলো ও কী করছে? কিন্তু কিছুক্ষণ পরেই তার গুরুত্ব বুঝতে পারতাম।” বিশ্বকাপ ফাইনালে যেভাবে বুমরাহর ওভার আগে শেষ করে দিয়েছিল, সেটারও প্রশংসা করেছেন রাঠোর।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement