Advertisement
Advertisement

Breaking News

Umran Malik Brett Lee

‘আমি দল গড়লে ওকেই নিতাম’, ভারতের তরুণ বোলারের পাশে ব্রেট লি

দ্বিতীয় ওয়ানডে-তে অজিদের কাছে লজ্জাজনক ভাবে হার মেনেছে ভারত, তার পরেই ব্রেট লি-র এমন মন্তব্য।

Former Australia pacer Brett Lee wants to see the inclusion of Jasprit Bumrah । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:March 20, 2023 6:39 pm
  • Updated:March 20, 2023 6:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ওয়ানডে ম্যাচ ভারত (Team India) জিতেছিল ওয়াংখেড়েতে। বিশাখপত্তনমে ভারতকে নাস্তানাবুদ করে সিরিজে ফিরে আসে অস্ট্রেলিয়া (Australia)। ভারতের অসহায় আত্মসমর্পণ দেখার পরে অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ব্রেট লি (Brett Lee) মনে করছেন এই ভারতীয় দলে উমরান মালিককে দরকার। অস্ত্রোপচার করার জন্য মাঠের বাইরে জশপ্রীত বুমরাহ। অক্টোবর-নভেম্বরে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। সেই মেগাটুর্নামেন্টের কথা মাথায় রেখেই নিউজিল্যান্ডে গিয়ে অস্ত্রোপচার করেন বুমরাহ। ব্রেট লি চাইছেন ভারতের প্রথম একাদশে জায়গা পাকত উমরান মালিক।

ব্রেট লি বলছেন, ”উমরান মালিককে খুব ভাল লাগে আমার। ওকে দলে নেওয়া হোক। টেস্ট দলেও রাখা হোক উমরান মালিককে। গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপেও খেলতে পারত উমরান। শুরুতে ওকে নেওয়া হয়নি। তবে ওর থাকার দরকার ছিল। আমি দল বাছতে বসলে সবার আগে উমরান মালিককে দলে নিতাম। দ্রুতগতির বোলিং সামলানো খুবই কঠিন। মাঝে মাঝে তরুণ প্রতিভাদের দেখাশোনা করতে হয়। কিন্তু তাদের ছেড়েও দিতে হয়। মাঠে ছেড়ে দেওয়া হোক উমরানকে। ওকে খেলতে ভয় পাক বেশ কয়েকজন ব্যাটার।” 

Advertisement

[আরও পড়ুন:  ISL জয়ের পুরস্কার, ভারতসেরা মোহনবাগানকে ৫০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর]

 

উল্লেখ্য এখনও পর্যন্ত উমরান আটটি ওয়ানডে, আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন যথাক্রমে ১৩টি এবং ১১টি। ফাস্ট বোলাররা যেরকম ধরনের উইকেট নিয়ে থাকেন, জাতীয় দলের জার্সিতে উমরানও সেই রকমই উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে এক ব্যাটসম্যানকে বোল্ড করেছিলেন উমরান মালিক। দ্বীপরাষ্ট্রের সেই ব্যাটারের উইকেটে বল লেগে বেল উড়ে যায় তিরিশ গজি বৃত্তের কাছে।

উমরানের গতি এতটাই মুগ্ধ করেছিল ব্রেট লিকে যে ফেরারির সঙ্গে তিনি তুলনা করেছিলেন তরুণ ভারতীয় পেসারকে। বুমরাহ না থাকায় ভারতীয় পেস বোলিংয়ের ফলা এখন সিরাজ, শামি এবং অর্শদীপ। ব্রেট লি এখন চাইছেন যত দ্রুত সম্ভব উমরান মালিককে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হোক। 

[আরও পড়ুন: ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ, তিহাড়ই ঠিকানা অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement