Advertisement
Advertisement
India Asia Cup 2023

Asia Cup 2023: ‘এশিয়া কাপ জিতবে ভারত কিন্তু বিশ্বকাপ…’, মেগা ইভেন্টে টিম ইন্ডিয়ার সম্ভাবনা নিয়ে চিন্তিত প্রাক্তন তারকা

ভারতীয় দলের ফিটনেস নিয়েও চিন্তায় প্রাক্তন তারকা।

Asia Cup 2023: Former all-rounder Madan Lal has no doubts that India will win the Asia Cup । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:August 25, 2023 5:12 pm
  • Updated:September 5, 2023 4:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপ (Asia Cup 2023) জিতবে ভারত। কিন্তু বিশ্বকাপে ভারতের সম্ভাবনা নিয়ে দেশের প্রাক্তন ক্রিকেটার মদনলাল (Madanlal) মোটেও আত্মবিশ্বাসী নন।

মদনলাল বলছেন, ”আমি নিশ্চিত ভারত এশিয়া কাপ জিতবে। কিন্তু বিশ্বকাপে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা-সহ ছ’টি দলের মধ্যে যে কোনও একটি দলের জেতার সম্ভাবনা রয়েছে। আমরা ঘরের মাঠে খেলছি। এটা আমাদের অ্যাডভান্টেজ। কিন্তু একইসঙ্গে এটা অসুবিধাও বটে। কারণ প্রত্যাশার চাপ। ভাগ্যক্রমে ভারতীয় দলে অভিজ্ঞ ক্রিকেটারের অভাব নেই। প্রত্যাশার চাপ কীভাবে সামলাতে হয়, তা জানা খেলোয়াড়দের।” 

Advertisement

[আরও পড়ুন: এশিয়া কাপের আগেই করোনা আক্রান্ত শ্রীলঙ্কার ২ ক্রিকেটার, পিছিয়ে যাবে টুর্নামেন্ট?]

 

এশিয়া কাপের দলে প্রত্যাবর্তন ঘটেছে লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ারের। চোট সারিয়ে ফেরার পরে তাঁরা অবশ্য ম্যাচের মধ্যে নেই। সিলেক্টরদের চেয়ারম্যান অজিত আগরকর জানিয়ে দিয়েছেন, লোকেশ রাহুল এশিয়া কাপের প্রথম দুটো ম্যাচ–পাকিস্তান ও নেপালের বিরুদ্ধে নামতে পারবেন না।  মদনলাল বলছেন, ”ফিটনেস নিয়ে আমি চিন্তিত। ওরা অভিজ্ঞ। তবে এশিয়া কাপের আগে কয়েকটা ম্যাচ যদি ওরা খেলে নিত, তাহলে আত্মবিশ্বাস নিয়ে নামতেই পারত। ওরাও মনে করত খেলার মধ্যেই রয়েছে।”

[আরও পড়ুন: ‘রোহিত হল সেই ধরনের খেলোয়াড়…’ ‘হিটম্যান’কে নিয়ে কী বললেন কিং রিচার্ডস?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement