Advertisement
Advertisement

বাংলাহীন নাইটদের বিরুদ্ধে আরসিবির ভরসা বাংলার দুই

কেমন খেলবেন বাংলার দুই ক্রিকেটার, নজর ক্রিকেট মহলের।

Focus on two Bengal Stars as RCB face KKR in Eden Gardens | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 6, 2023 7:40 pm
  • Updated:April 6, 2023 7:43 pm  

অরিঞ্জয় বোস: কেকেআর (KKR) শহরের টিম। শহরের সঙ্গে তার আত্মার যোগাযোগ। অথচ সেই টিমে বাঙালি ক্রিকেটার দূরস্থান, বাংলারই কোনও ক্রিকেটার নেই। ইদানিং নাইট নেটে অভিমন‌্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামিদের ডাকা হলেও তাঁদের নেওয়া নিয়ে কোনও বার্তা দেওয়া হয়নি।

আর কেকেআর যা পারেনি, সেটাই করে দেখাল বিরাট কোহলি-ফাফ ডু’প্লেসির রয়‌্যাল চ‌্যালেঞ্জার্স ব‌্যাঙ্গালোর (RCB)। একসঙ্গে দু’জন বাংলার ক্রিকেটারকে খেলিয়ে। আকাশ দীপ এবং শাহবাজ আহমেদ।

[আরও পড়ুন: বারবার ঘুরেও মিলছে না পরিষেবা, ইসলামপুরে ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে তুমুল বিক্ষোভ স্থানীয়দের]

বৃহস্পতিবার ইডেনে টসের পর আরসিবি অধিনায়ক ফাফ ডু’প্লেসি যে টিম লিস্ট দিয়ে গেলেন, তাতে শাহবাজ এবং আকাশ দীপ দু’জনেই রয়েছেন। বাংলা পেসার আকাশ এবং অলরাউন্ডার শাহবাজ–দু’জনের কেউই প্রথম বার আরসিবি জার্সি গায়ে নামছেন না। এর আগেও তাঁরা খেলেছেন।

[আরও পড়ুন: আরও একজনের শরীরে ‘বোম্বে ও’ গ্রুপের রক্তের সন্ধান, আদানপ্রদান বোলপুরে]

শাহবাজ গত বছর আইপিএল প্লে-অফে আরসিবি জার্সিতে ইডেনে নামলেও আকাশ এই প্রথম নামবেন। যিনি কিনা প্রথম ম‌্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রোহিত শর্মার উইকেটও নেন। এবার দেখার, ইডেনে নাইটদের বিরুদ্ধে তিনি কেমন করেন?

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement