অরিঞ্জয় বোস: কেকেআর (KKR) শহরের টিম। শহরের সঙ্গে তার আত্মার যোগাযোগ। অথচ সেই টিমে বাঙালি ক্রিকেটার দূরস্থান, বাংলারই কোনও ক্রিকেটার নেই। ইদানিং নাইট নেটে অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামিদের ডাকা হলেও তাঁদের নেওয়া নিয়ে কোনও বার্তা দেওয়া হয়নি।
Captain Faf has won the toss yet again and we’re going to be bowling first. 👊
🗣️ “We are really motivated to put in a good performance.”
☝️ change for us:
Willey 🔁 Topley#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 #KKRvRCB @QatarAirways pic.twitter.com/oNnhSGkieV— Royal Challengers Bangalore (@RCBTweets) April 6, 2023
আর কেকেআর যা পারেনি, সেটাই করে দেখাল বিরাট কোহলি-ফাফ ডু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। একসঙ্গে দু’জন বাংলার ক্রিকেটারকে খেলিয়ে। আকাশ দীপ এবং শাহবাজ আহমেদ।
বৃহস্পতিবার ইডেনে টসের পর আরসিবি অধিনায়ক ফাফ ডু’প্লেসি যে টিম লিস্ট দিয়ে গেলেন, তাতে শাহবাজ এবং আকাশ দীপ দু’জনেই রয়েছেন। বাংলা পেসার আকাশ এবং অলরাউন্ডার শাহবাজ–দু’জনের কেউই প্রথম বার আরসিবি জার্সি গায়ে নামছেন না। এর আগেও তাঁরা খেলেছেন।
শাহবাজ গত বছর আইপিএল প্লে-অফে আরসিবি জার্সিতে ইডেনে নামলেও আকাশ এই প্রথম নামবেন। যিনি কিনা প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রোহিত শর্মার উইকেটও নেন। এবার দেখার, ইডেনে নাইটদের বিরুদ্ধে তিনি কেমন করেন?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.