Advertisement
Advertisement

Breaking News

Rajasthan Royals

ফের ম্যাচ গড়াপেটা রাজস্থান রয়্যালসের! বিস্ফোরক মন্তব্য রাজস্থানের ক্রিকেট কর্তার

মাত্র ২ রানে হারের পরেই অভিযোগ উঠছে সঞ্জু স্যামসনদের নিয়ে।

Fixing allegation against Rajasthan Royals again
Published by: Anwesha Adhikary
  • Posted:April 22, 2025 10:14 am
  • Updated:April 22, 2025 1:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ম্যাচ গড়াপেটার অভিযোগ রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে! গত শনিবার মাত্র ২ রানে হারে সঞ্জু স্যামসনের দল। তারপরেই রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তা জয়দীপ বিহানি অভিযোগ এনেছেন, ওই ম্যাচে গড়াপেটা হয়েছে। তাঁর প্রশ্ন, শেষ ওভারে গিয়ে কী করে ওইভাবে হারল রাজস্থান রয়্যালস। এছাড়াও বিহানির অভিযোগ, আইপিএলে (IPL 2025) রাজস্থান দলের উপর রাজ্য সরকারের অ্যাড হক কমিটির কোনও নিয়ন্ত্রণ নেই।

Advertisement

শনিবারের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাত্র ১৮১ রানের টার্গেট ছিল রাজস্থানের সামনে। একটা সময়ে মনে হচ্ছিল, হাসতে হাসতে ম্যাচ জিতে যাবেন রিয়ান পরাগরা। কিন্তু সেই স্বপ্নে কাঁটা হয়ে দাঁড়ান লখনউ পেসার আভেশ খান। ডেথ ওভারে দুরন্ত বোলিং করেন। শেষ পর্যন্ত ১৭৮তে থেমে যায় রাজস্থান ইনিংস। তিন উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরাও হন আভেশ।

রাজস্থানের এমন জেতা ম্যাচ হেরে যাওয়া নিয়েই সুর চড়িয়েছেন রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের কনভেনর বিহানি। তাঁর প্রশ্ন, ঘরের মাঠে খেলতে নেমেছে রাজস্থান। শেষ ওভারে সামান্য কিছু রানের টার্গেট। সেই অবস্থায় কী করে হারতে পারে দল? একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়ে রাজস্থান ক্রিকেট কর্তা তথা বিজেপি বিধায়ক ইঙ্গিত করেন, লখনউ বনাম রাজস্থান ম্যাচে গড়াপেটা হয়েছিল।

তিনি আরও বলেন, রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনকে কোনও কাজেই যুক্ত করে না রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি। বিহানির কথায়, “রাজ্য সরকার অ্যাড হক কমিটি গঠন করেছে। কোনও সমস্যা ছাড়াই যেন ক্রীড়া প্রতিযোগিতাগুলি হতে পারে সেটা নিশ্চিত করে এই কমিটি। কিন্তু আইপিএল এলেই দায়িত্ব নিয়ে নেয় জেলা পরিষদ। ফ্র্যাঞ্চাইজির যুক্তি, সোয়াই মান সিং স্টেডিয়ামের সঙ্গে তাদের নাকি মউ স্বাক্ষরিত হয়নি। তাহলে চলছে কীভাবে?” উল্লেখ্য, আগেও গড়াপেটার অভিযোগে ২ বছর নির্বাসিত ছিল রাজস্থান রয়্যালস। আবারও কি গড়াপেটায় জড়িয়ে পড়ল দল?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement