সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় ঝামেলায় জড়িয়ে পড়লেন পাকিস্তানের (Pakistan) লেগস্পিনার ইয়াসির শাহ (Yasir Shah)। আঙুলের চোটের জন্য বাংলাদেশে টেস্ট খেলার জন্য যাননি এই পাক স্পিনার। ছিলেন দেশে। এক কিশোরীকে ধর্ষণে সহযোগিতা এবং ঘটনা ধামাচাপা দিতে চাপ প্রয়োগের অভিযোগে সেই ইয়াসির শাহই জড়িয়ে পড়লেন। তাঁর বিরুদ্ধে লাহোরের শালিমার থানায় এফআইআর দায়ের করা হয়েছে। যদিও পাক ক্রিকেটার (Pakistan Cricketer) এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি। চলতি বছরের ১৪ অগস্ট ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এফআইআরের অভিযোগে সেই কিশোরী জানিয়েছে, ইয়াসিরের বন্ধু ফারহান বন্দুক ঠেকিয়ে তাকে অপহরণ করে। সেই কিশোরীকে ধর্ষণ করা হয়, ভিডিও পর্যন্ত করা হয় সেই কিশোরীর এবং পরে তাকে হুমকিও দেওয়া হয়। কিশোরীটি আরও জানায়, গোটা ঘটনায় ফারহানকে সাহায্য করেছেন ইয়াসির। কিশোরী যদি ঘটনাটি প্রকাশ করে তাহলে সেই ভিডিওটি প্রকাশ করে দেওয়া হবে।
পুলিশের কাছে করা অভিযোগে কিশোরীটি আরও জানিয়েছে, ইয়াসিরের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সাহায্য চাওয়া হলে, পাক জাতীয় দলের ক্রিকেটার উপহাস করেন কিশোরীকে। পরামর্শ দিয়ে বলেন, কিশোরী যেন গোটা ঘটনায় চুপ থাকে।
কিশোরীর দাবি, পুলিশের কাছে যখন অভিযোগ জানানোর জন্য সে যায়, তখন ইয়াসির তাকে ফ্ল্যাট দেওয়ার প্রলোভন দেখান। আঠেরো বছর পর্যন্ত তার খরচ জোগাবেন বলেও জানান।পরিবর্তে সেই কিশোরীর উপরে শর্ত চাপানো হয়, গোটা ঘটনায় সে যেন মুখ বন্ধ রাখে। সন্দেহ নেই ইয়াসির শাহ বড় সমস্যায় জড়িয়ে গেলেন। জাতীয় দলের হয়ে কি ইয়াসির আর নামতে পারবেন? সময় এর উত্তর দেবে।
উল্লেখ্য, ইয়াসির শাহ ৪৬টি টেস্ট থেকে ২৩৫টি উইকেট নেন। ২৫টি ওয়ানডে থেকে ২৪টি উইকেট তাঁর দখলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.