Advertisement
Advertisement
Pakistan

জাতীয় দলে খেলতে ভয় লাগে! বিস্ফোরক পাকিস্তানি পেসার নাসিম শাহ

পাকিস্তানের ক্রিকেট সংস্কৃতিকে তোপ নাসিমের।

Feel insecure to play for Pakistan, says Naseem Shah

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:March 17, 2024 7:39 pm
  • Updated:March 17, 2024 7:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় দলের হয়ে খেলতে ভয় হয়। বিস্ফোরক দাবি করলেন তরুণ পাক পেসার নাসিম শাহ (Naseem Shah)। তাঁর কথায়, নিজের একশো শতাংশ দিয়ে খেলতে গেলে যদি চোট লাগে, তাহলে হয়তো আবার জাতীয় দলে ফেরা যাবে না। পরিবর্ত হিসাবে খেলতে নামা ক্রিকেটারকেই বেশি গুরুত্ব দেওয়া হয় পাকিস্তানে।

২০২৩ এশিয়া কাপে ম্যাচ চলাকালীন কাঁধে চোট পেয়েছিলেন নাসিম। তার জেরে বিশ্বকাপেও খেলতে পারেননি। বিশ্বকাপের পরে বেশ কয়েকটি সিরিজেও বাদ পড়েছিলেন। সব মিলিয়ে ক্রিকেট থেকে বহু দূরে ছিলেন তরুণ পেসার। এহেন পরিস্থিতিতে দেশের ক্রিকেট সংস্কৃতিকে তোপ দাগলেন নাসিম। তাঁর সাফ বার্তা, পাকিস্তানের হয়ে খেলতে গেলে সবসময় একটা অনিশ্চয়তা কাজ করে। তার প্রভাব পড়ে পারফরম্যান্সে।

Advertisement

[আরও পড়ুন: গ্যালারিতে বসেই আইপিএলের জমকালো উদ্বোধনী ম্যাচ দেখবেন? জেনে নিন কীভাবে কাটবেন টিকিট

ঠিক কী বলছেন নাসিম? তাঁর মতে, পাক (Pakistan) ক্রিকেটাররা দরকার পড়লেও বিশ্রাম নিতে ভয় পান। কারণ তিনি বিশ্রাম নিলে পরিবর্ত হিসাবে খেলা ক্রিকেটারকেই বেশি প্রাধান্য দেওয়া হবে। হয়তো পরিবর্ত ক্রিকেটারের জায়গাই পাকা হয়ে যাবে জাতীয় দলে। নাসিমের কথায়, “এই ভয় থেকেই পাক ক্রিকেটাররা বিশ্রাম নেন না। কারণ তাঁরা ভয় পান যে বিশ্রাম নিলে হয়তো কেরিয়ারটাই শেষ হয়ে যাবে।” বিশ্রাম নিলে ক্রিকেটারের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তোলা হয় পাকিস্তানে, আফশোস নাসিমের।

অন্যান্য দেশের প্রসঙ্গও উল্লেখ করেন তরুণ পাক পেসার। সাক্ষাৎকারে তিনি বলেন, “অন্য দেশে যদি দলের প্রধান ক্রিকেটাররা বিশ্রাম চান তাহলে ছুটি দেওয়া হয়। তাছাড়াও বোর্ড আশ্বাস দেয় যে সুস্থ হলেই ফের জাতীয় দলে ফিরতে পারবেন।” প্রসঙ্গত, বিরাট কোহলি থেকে ঈশান কিষান- সকলকেই তাঁদের ব্যক্তিগত কারণে ছুটি দিয়েছে বিসিসিআই। সেরকমই ছবি দেখা যাক পাক ক্রিকেটেও, চাইছেন নাসিম।

[আরও পড়ুন: টেস্টে ৫০০ উইকেট টপকে যাওয়া অশ্বিনের কাছে কী আবদার করলেন রবি শাস্ত্রী?

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement