ছবি: টুইটার
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করেও দীর্ঘদিন জাতীয় দলের দরজা বন্ধই ছিল। অবশেষে সুযোগ এল। দেশের হয়ে টেস্ট খেলতে নামলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। জাতীয় দলের জার্সি পরে ছেলেকে খেলতে দেখে আবেগে চোখের জল সামলাতে পারলেন না গর্বিত বাবা। সঙ্গে সঙ্গে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে বাবা-ছেলের ভিডিও।
বৃহস্পতিবার ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে তৃতীয় টেস্ট শুরু হল। রাজকোটে ভারতীয় টিম ম্যানেজমেন্ট চারটি বদল এনেছে। সেই ম্যাচেই অভিষেক হয়েছে মুম্বইয়ের সরফরাজের। ছেলের জীবনে অন্যতম গর্বের মুহূর্তে সাক্ষী থাকতেন স্টেডিয়ামে হাজির ছিলেন সরফরাজের বাবা নওশাদ খান ও তাঁর স্ত্রী রোমানা জাহুর।
সরফরাজ টেস্ট ক্যাপ পেতেই আনন্দে কেঁদে ফেলেন তাঁর বাবা ও স্ত্রী। মুম্বইকরের পাওয়া টেস্ট ক্যাপে চুমু খান। স্ত্রীর চোখের জল মুছিয়ে দেন সরফরাজ। বাবার জন্য এদিন বিশেষ জার্সি পরে নামেন তিনি। নওশাদ নামের আদলে নয় ও সাত অর্থাৎ ৯৭ নম্বর জার্সি গায়ে জীবনের প্রথম টেস্ট খেলতে নামলেন সরফরাজ খান। আবেগঘন এই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।
finally #SarfarazKhan made a debut
The emotions of his father & wife speechless
“Cricket is a everyone’s game”
What a amazing msg by Sarfaraj dad
No true Indian will pass this post without liking it 🇮🇳#INDvENG #INDvsENGTest #SarfarazAhmed #SarfarazKhanpic.twitter.com/5x8opGyIcM— Anvar Khan (@anvarkhan63) February 15, 2024
অন্যদিকে, সরফরাজের অভিষেকে নজর কাড়ল তাঁর বাবার বিশেষ জ্যাকেট। তার পিঠে লেখা ছিল, ক্রিকেট শুধু ‘জেন্টলম্যান’ অর্থাৎ ভদ্রলোকের খেলা নয়। সকলেই ক্রিকেট খেলতে পারেন। সরফরাজের পাশাপাশি এদিন অভিষেক হল আরেক প্রতিভাবান ক্রিকেটার ধ্রুব জুরেলের। দুই ক্রিকেটারের হাতে টেস্ট ক্যাপ তুলে দেন প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.