Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma

রোহিত শর্মার ভক্তদের পোস্টার নিয়ে ঢুকতে দেওয়া হল না ওয়াংখেড়েতে, সোশাল মিডিয়ায় জোর চর্চা

রোহিতের সমর্থনে লেখা পোস্টার স্টেডিয়ামের বাইরে রেখে মাঠে ঢুকলেন দর্শকরা।

Fans were not allowed to express themselves as all Rohit Sharma posters were banned inside the stadium

রোহিত শর্মা। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:April 1, 2024 8:48 pm
  • Updated:April 1, 2024 8:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াংখেড়েতে প্রথম ম্যাচ খেলতে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) । গ্যালারিতে রোহিত শর্মার (Rohit Sharma) উদ্দেশে লেখা পোস্টার থাকবে এটাই স্বাভাবিক।
হাজার হোক, হিটম্যান যে ঘরের ছেলে। ফলে তাঁর প্রতি সমর্থন থাকবে, তাঁকে নিয়ে লেখা পোস্টার গ্যালারিতে থাকবে, এমনটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু রোহিত শর্মার ভক্তদের পোস্টার নিয়ে স্টেডিয়ামের ভিতরে ঢুকতে দেওয়া হল না। 

[আরও পড়ুন: চলছে আইপিএল, এর মধ্যে নিজের নামটাই বদলে ফেললেন বাটলার]

ভক্ত-অনুরাগীরা রোহিত শর্মাকে নিয়ে লেখা পোস্টার মাঠের বাইরে রেখে তবেই প্রবেশাধিকার পেলেন। সোশাল মিডিয়ায় লেখা হল, ”মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট রোহিত শর্মার নামে লেখা পোস্টার নিয়ে মাঠের ভিতরে ঢুকতে দিচ্ছে না। এটা কী ধরনের কপটতা! ভক্তরাই আইপিএল ও ক্রিকেটের সবথেকে বড় স্টেকহোল্ডার। তাহলে ভক্তরা কেন টিকিট কিনবে? লজ্জা হওয়া উচিত।”
এদিকে ওয়াংখেড়েতেও থামল না হার্দিকের প্রতি কটাক্ষ। টসের সময়ে হার্দিকের দিকে উড়ে কটাক্ষ। গ্যালারিতে উঠল রোহিত-রোহিত ধ্বনি। তার ডেসিবেল এতটাই প্রবল ছিল যে ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকরকেও ওয়াংখেড়ের দর্শকদের উদ্দেশ্য করে বলতে হল, ”ভদ্র আচরণ করুন।”

Advertisement

 

[আরও পড়ুন: হার্দিকের দিকে উড়ে এল প্রবল কটাক্ষ, ওয়াংখেড়ের দর্শকদের ‘ভদ্র’ হতে বললেন মঞ্জরেকর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement