সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন ক্রিকেট ঈশ্বর শচীন তেণ্ডুলকর। আর অন্যজনের নাম সবে শুনতে শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা। শার্দুল ঠাকুর। আর জাতীয় দলে সুযোগ পাওয়ার পরই হাতে চাঁদ পেয়ে গেলেন তিনি। এত বছর ধরে যে জার্সির মালিক ছিলেন মাস্টার ব্লাস্টার, সেই দশ নম্বর জার্সি তাঁর হাতে তুলে দিলেন টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী। ফলে এক ঝটকায় দায়িত্বটাও অনেকখানি বেড়ে গিয়েছে মুম্বইয়ের পেসারের। দশ নম্বর জার্সির ওজন ধরে রাখতে চান আপ্লুত শার্দুল। এই জার্সি পেয়ে তিনি গর্বিত হলেও ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা। এককালে শচীন যে নম্বরের জার্সি গায়ে বাইশ গজ কাঁপাতেন, সেখানে শার্দুলের মুখ হিসেবে তাঁরা কিছুতেই মেনে নিতে পারছেন না ক্রীড়াপ্রেমীদের একটা অংশ। আর তাই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনা।
২৫ বছর বয়সী মুম্বই পেসার প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬৯টি উইকেট নিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে সীমিত ওভারের ফরম্যাটে তাঁর সংগ্রহ ৫৫টি উইকেট। শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ইতিমধ্যেই পকেটে পুরে নেওয়ায় বৃহস্পতিবার শার্দুল ঠাকুরকে সুযোগ দেওয়া হয়েছিল প্রথম একাদশে। ২১৮ তম খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছে তাঁর। কিন্তু সবকিছু ঠিকঠাক থাকলেও তাল কাটল শার্দুলের পরিহিত জার্সি নম্বরটি দেখার পরই।
ঐতিহাসিক শচীন পাজির ১০ নম্বর জার্সিতে শার্দুলকে দেখে অনেকেই টুইট করে সমালোচনা করেন। কী করে মাস্টার ব্লাস্টারের বিখ্যাত ১০ নম্বর জার্সি শার্দুল ঠাকুর পরলেন? সেই নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। কেউ লেখেন, ‘শার্দুল আপনি কীভাবে এই জার্সিটি পরলেন? আপনি কী জানেন না এটি আমাদের ভগবানের জার্সি নম্বর।’ আরেকজন লেখেন, ‘শার্দুল ১০ নম্বর সবসময় শচীন তেণ্ডুলকরের। এক্ষুণি সেটা খুলে অন্য কোনও জার্সি নম্বর ব্যবহার করুন।’ অপর একজন লেখেন, ‘দশ নম্বর জার্সিটি সবসময় শচীনের। আমরা চাই না এই জার্সিটি অন্য কেউ পরুক।’ অনেকেই আবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডেরও সমালোচনা করেন।
@BCCI Jersey no 10 belongs to one and only @sachin_rt
We cant accept anyone wearing that Jersey no.. pic.twitter.com/ybb4oqzpBb— sachin_tendulkar_fc (@akshusachinist) 31 August 2017
@BCCI please retire Jersey no. 10 from ODI cricket,we don’t want anyone else other than @sachin_rt to wear the same number.
— Dhairyasheel Patil (@AProudSachinist) 31 August 2017
@imShard Jersey no. 10 always belonged to Sachin Tendulkar. Take it off. Find another jersey. Wtf BCCI?!
— Vinitha Nair (@94vinitha) 31 August 2017
@imShard you still have a long way to go to get that no.10.@BCCI it’s too early to give away that jersey no.10.#RetireJerseyno10
— Phanindra Reddy (@phanindrareddi) 31 August 2017
What’s happening with you @BCCI how can you not retire jersey no 10,it only belongs to @sachin_rt, @imShard how can you wear no 10
— kranthi kumar soora (@kranthisoora) 31 August 2017
Hey @BCCI I thought Jersey No.10 retired with Sir Sachin Tendulkar. How come Mr. Shardul Thakur is wearing this number? NOT COOL AT ALL.
— Pratyush Garg (@GargPratyush27) 31 August 2017
Shardul Thakur is wearing jersey no. 10. How can anyone in Indian team take that number now? #disappointed #SLvIND #cricbuzz @cricbuzz
— JAY KUMAR MEGOTIA (@megotiakumarjay) 31 August 2017
WTF 😠😠 Shardul Thakur wearing #Jersey10 !!
BCCI Have you lost your mind 😠😡 this jersey belongs to only one man 😬 disgusting #INDvSL— CrickeTendulkar 🇮🇳 (@CrickeTendulkar) 31 August 2017
Didn’t like Shardul Thakur wearing jersey no.10!Infact can’t see anyone wearing it except Sachin
Bcci shud respect d emotions of Sachin fans— Swati (@SwatiT_) 1 September 2017
10 is not just a number it is emotion for 90’s cricket fans
I dont know How can @BCCI give retired #jerseyno10 to newcomer @imShard @BCCI😡 pic.twitter.com/zjOw78uSni
— VenkatBharatKorikana (@LoyalSachiNist) 1 September 2017
Dear @imShard do u have any sense to take #jerseyno10 from @sachin_rt
You don’t know it is belongs to our god #SachinTendulkar @BCCI 😡😡😬 pic.twitter.com/hAirscElG8— VenkatBharatKorikana (@LoyalSachiNist) 1 September 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.